বাংলা নিউজ > ময়দান > ১২ বছর পর বিদেশের মাটিতে ODI সিরিজে কোনও টিমকে হোয়াইটওয়াশ করলেন শাকিবরা

১২ বছর পর বিদেশের মাটিতে ODI সিরিজে কোনও টিমকে হোয়াইটওয়াশ করলেন শাকিবরা

শতরানের পর তামিম ইকবাল।

তামিম ইকবাল ৮৭ বলে সেঞ্চুরি করেন। এটাই তামিমের ক্যারিয়ারে দ্রুততম সেঞ্চুরি। তামিমের ১১২ রানের ইনিংসে মোট ৮টি চার এবং ৩টি ছয় রয়েছে।

১২ বছরের অপেক্ষার অবসান। বিদেশের মাটিতে অবশেষে একদিনের সিরিজে কোনও টিমকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেলেন শাকিব আল হাসানরা। জিম্বাবোয়ের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। স্বভাবতই উচ্ছ্বসিত শাকিবরা।

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে লিটন দাস, দ্বিতীয় ম্যাচে শাকিব আল হাসান এবং তৃতীয় ম্যাচে তামিম ইকবাল বাংলাদেকে জয় এনে দিতে সাহায্য করেছে। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এর পর আবার ২০২১ সালে এক যুগ পরে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল তারা।

মঙ্গলবার টস জিতে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। এ দিন ৪৯.৩ ওভারে ২৯৮ রান করে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে। জবাবে ব্যাট করতে নেমে ২ ওভার বাকি থাকতেই ৩০২ করে ফেলে বাংলাদেশ। ৫ উইকেট ম্যাচটি জিতে নেয় তারা। ওপেন করতে নেমে তামিম ইকবাল ৯৭ বলে বিধ্বংসী ১১২ রান করেন। তামিমের ইনিংসের উপর ভর করেই ম্যাচ বের করে নেয় বাংলাদেশ।

তামিম ইকবাল ৮৭ বলে সেঞ্চুরি করেন। এটাই তামিমের ক্যারিয়ারে দ্রুততম সেঞ্চুরি। তামিমের ১১২ রানের ইনিংসে মোট ৮টি চার এবং ৩টি ছয় রয়েছে। তবে ছয়ে নেমে নুরুল হাসানের ৩৯ বলে ৪৫ রান, এবং সাতে নেমে আফিফ হুসেনের ১৭ বলে ২৬ রানও সমান গুরুত্বপূর্ণ। এর আগে একমাত্র টেস্টেও বাংলাদেশের কাছে বাজে ভাবে হেরেছে জিম্বাবোয়ে। এর পরে বাংলাদেশ এবং জিম্বাবোয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন