বাংলা নিউজ > ময়দান > কোয়ারান্টাইনে ছাড়, বাড়ি ফেরার অনুমতি পেলেন অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরা রাহানেরা

কোয়ারান্টাইনে ছাড়, বাড়ি ফেরার অনুমতি পেলেন অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরা রাহানেরা

অজিঙ্কা রাহানে। ছবি- এএনআই।

৫ জন ক্রিকেটার পা দিয়েছেন মুম্বইয়ে।

অস্ট্রেলিয়া সফর সেরে দেশে ফিরলেন অজিঙ্কা রাহানেরা। যদিও গোটা দল একসঙ্গে দেশে পা রাখেনি। নিজ নিজ শহরের বিমান ধরায় রাহানে-সহ ভারতীয় দলের পাঁচ সদস্য পৌঁছেছেন মুম্বইয়ে। ঋষভ পন্ত পৌঁছে গিয়েছেন দিল্লিতে। অশ্বিনদের শুক্রবার সকালে পা দেওয়ার কথা চেন্নাইয়ে।

উল্লেখযোগ্য বিষয় হয়, অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর রাহানেদের হোটেল কোয়ারান্টাইনে আটকে রাখা হয়নি। ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে প্রোটোকলে বিশেষ ছাড়া দেওয়া হয়েছে। বাড়ি ফেরার অনুমতি দেওয়া হলেও আগামী ৭ দিন বাড়িতেই নিভৃতবাসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে অজিঙ্কাদের।

বৃহন্মুম্বই মিউনিসিপল কমিশনার ইকবাল সিং চাহাল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, ক্রিকেটাররা বিমানবন্দরে পৌঁছনো মাত্রই তাঁদের করোনা টেস্ট করা হয়েছে। তাঁদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হলেও আগামী ৭ দিন বাড়িতেই কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে।

রাহানে, শাস্ত্রী, রোহিত, শার্দুল ও পৃথ্বী মুম্বইয়ে অবতরণ করেছেন। ঋষভ পন্ত পৌঁছে গিয়েছেন দিল্লি। টি নটরাজন বেঙ্গালুরুতে পা দিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর ও বোলিং কোচ ভরত অরুণ আপাতত দুবাইয়ে রয়েছেন। শুক্রবার সকালে চেন্নাইয়ে পৌঁছনোর কথা তাঁদের।

মু্ম্বইয়ে পৌঁছনোর পর রাহানের সংবর্ধনা জানান মুম্বই ক্রিকেট সংস্থার কর্তারা। রাহানে কেক কেটে সাফল্য উদযাপণ করেন। পরে বাড়ির পথে রওনা হন।

বন্ধ করুন