একে তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার যন্ত্রণা। তার উপর আইসিসির শাস্তি। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার সামনে পরিস্থিতি বিষফোড়ার ব্যথা সহ্য করার মতোই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে স্লো ওভার রেটের দায়ে আইসিসির শাস্তির মুখে পড়তে হল ভারতীয় দলকে। কেপ টাউনে নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি টিম ইন্ডিয়া। সব দিক বিবেচনার পরেও ভারতীয় দল নির্ধারিত সময়ে ২ ওভার পিছিয়ে ছিল। ফলে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা করা হয়।
আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ফিল্ড আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী ভারতীয় দলের শাস্তিবিধান করেন। ভারত অধিনায়ক লোকেশ রাহুল অপরাধ স্বীকার করে নেওয়ায় ফর্ম্যাল হেয়ারিংয়ের প্রয়োজন পড়েনি।
আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি'র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের।
উল্লেখ্য, এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে স্লো ওভার রেটের দায়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। তারা নির্ধারিত সময়ে ১ ওভার পিছিয়ে ছিল। তাই প্রোটিয়া ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়।