বাংলা নিউজ > ময়দান > ও এখনও অন্তত ৩-৪ বছর খেলবে, ভারতীয় তারকার ভবিষ্যত নিয়ে আশ্বস্ত প্রাক্তন কোচ অরুণ

ও এখনও অন্তত ৩-৪ বছর খেলবে, ভারতীয় তারকার ভবিষ্যত নিয়ে আশ্বস্ত প্রাক্তন কোচ অরুণ

টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ। ছবি- পিটিআই।

সম্প্রতি তেমন সাফল্য না আসায়, ভারতীয় তারকার ভবিষ্যত ঘিরে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছিল।

৬ ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে এবং সমসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। এই সীমিত ওভারের স্কোয়াডে অবশ্য রবিচন্দ্রন অশ্বিনের নাম নেই। সরকারিভাবে কিছু জানানো না হলেও একাধিক রিপোর্ট অনুযায়ী বাদ নয়, অশ্বিনের চোট থাকার কারণেই তিনি দলে জায়গা পাননি।

বহুদিন সীমিত ওভারের দলের বাইরে থাকার পর, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে জায়গা পান রবিচন্দ্রন অশ্বিন। এখনও অব্দি কামব্যাকের পর সাদা বলের ক্রিকেটে আহামরি কিছু পারফর্ম অবশ্য করতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে অশ্বিনের নাম না থাকায় অনেকেই আশঙ্কা করছিলেন, তাহলে ইতিমধ্যেই তারকা স্পিনারে মোহভঙ্গ হল নির্বাচকদের, ভারতীয় তারকার ভবিষ্যত নিয়েও শুরু হয়েছিল জল্পনা।

তবে ভারতীয় দলের প্রাক্তন  তথা বর্তমান কলকাতা নাইট রাইডার্স বোলিং কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, অশ্বিন বর্তমানে দারুণ ফিট এবং অন্তত তিন থেকে চার বছর তিনি খেলা চালিয়ে যাবেন। Sportstar-কে দেওয়া এক সাক্ষাৎকারে অরুণ বলেন, ‘স্পিনাররা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও পরিপক্ক হন। অশ্বিন সবসময় নিজের স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেরিয়ে এসে নিজেকে চ্যালেঞ্জ জানায়। অন্তত গত সাত বছরের মধ্যে এর থেকে বেশি ফিট ওকে আর কখনও দেখায়নি। ও নিজেও ফিটনেসের ওপর ভীষণ গুরুত্ব আরোপ করে এবং কী খাবে, কী ভাবে নিজেকে ফিট রাখবে, সেই বিষয়ে সদা তৎপর। আমি নিশ্চিত ও এখনও তিন চার বছর নিজের সেরা ফর্মে খেলা চালিয়ে যাবে।’

বন্ধ করুন