Asia Cup 2022-এ ভারত ঘুরিয়ে ফিরিয়ে মোট ১৭ জন ক্রিকেটারকে মাঠে নামায়। দেখে নিন এশিয়া কাপে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত পারফর্ম্যান্স কেমন ছিল।
1/17৪ ম্যাচে দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৩৩ রান সংগ্রহ করেন রোহিত শর্মা। হাফ-সেঞ্চুরি করেন ১টি। ১০টি চার ও ৮টি ছক্কা মেরেছেন হিটম্যান। ছবি- এএনআই
2/17৫ ম্যাচে ১৩২ রান করেছেন লোকেশ রাহুল। তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। সাকুল্যে ৮টি চার ও ৬টি ছক্কা মেরেছেন লোকেশ। ছবি- এএফপি
3/17বিরাট কোহলি ৫ ম্যাচে দলের হয়ে সব থেকে বেশি ২৭৬ রান সংগ্রহ করেন। ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। ২০টি চার ও ১১টি ছক্কা মেরেছেন কোহলি। ছবি-আইসিসি টুইটার
4/17ঋষভ পন্ত ৩টি ইনিংসে ব্যাট করতে নেমে ৫১ রান সংগ্রহ করেন। ৮টি চার মেরেছেন তিনি। ছবি- এএফপি
5/17দীপক হুডা ২টি ইনিংসে ব্যাট করতে নেমে ১৯ রান করেছেন। ১টি ম্যাচে ১ ওভার বল করে তুলে নেন ১টি উইকেট। ছবি- এএফপি
6/17রবীন্দ্র জাদেজা ১টি ইনিংসে ব্যাট করে ৩৫ রান সংগ্রহ করেন। ২টি ম্যাচে বল করে ১টি উইকেট নেন তিনি। ছবি- রয়টার্স
7/17ভুবনেশ্বর কুমার ৫টি ম্যাচে বল করে দলের হয়ে সব থেকে বেশি ১১টি উইকেট দখল করেন। তিনি ওভার প্রতি ৬.০৫ রান খরচ করেন। ছবি- এপি
8/17রবিচন্দ্রন অশ্বিন ১টি ম্যাচে ব্যাট করে ১৫ রান সংগ্রহ করেন। ২টি ম্যাচে বল করে ২টি উইকেট নিয়েছেন তিনি। ছবি- এএফপি
9/17রবি বিষ্ণোই ১টি ম্যাচে ব্যাট করে ৮ রান সংগ্রহ করেন। সেই ম্যাচে বল হাতে ১টি উইকেটও নেন তিনি। ছবি- এএনআই
10/17অর্শদীপ সিং ৫ ম্যাচে বল করে ৫টি উইকেট নিয়েছেন। তিনি ওভার প্রতি ৮.৬২ রান খরচ করেছেন। ছবি- বিসিসিআই
11/17আবেশ খান ২টি ম্যাচে বল করে ২টি উইকেট নেন। তিনি ওভার প্রতি ১২.০০ রান খরচ করেন। ছবি- এপি
12/17যুজবেন্দ্র চাহাল ৪ ম্যাচে বল করে ৪টি উইকেট নেন। তিনি ওভার প্রতি ৭.৯৩ রান খরচ করেন। ছবি- এএফপি
13/17দীপক চাহার ১টি ম্যাচে বল করে কোনও উইকেট পাননি। ওভার প্রতি ৭.০০ রান খরচ করেন তিনি। ছবি- এএফপি
14/17সূর্যকুমার যাদব ৫ ম্যাচে ব্যাট করে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৯ রান সংগ্রহ করেন। তিনি ১০টি চার ও ৮টি ছক্কা মারেন। ছবি- এপি
15/17হার্দিক পান্ডিয়া ৩ ম্যাচে ব্যাট করে ৫০ রান সংগ্রহ করেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ৪টি উইকেটও নিয়েছেন হার্দিক। ওভার প্রতি ৮.৬৬ রান খরচ করেছেন তিনি। ছবি- এএফপি
16/17দীনেশ কার্তিক ১টি ম্যাচে ব্যাট করতে নেমে ১ রানে অপরাজিত থাকেন। তিনি ১ ওভার বলও করেছেন। যদিও উইকেট পাননি। ছবি- রয়টার্স
17/17অক্ষর প্যাটেল ১টি ম্যাচে বল করে ২৪ রান খরচ করেন। যদিও কোনও উইকেট পাননি তিনি। ছবি- এএফপি