বাংলা নিউজ > ময়দান > উইকেটে সরাসরি থ্রো-র ক্ষেত্রে উন্নতি হয়েছে- দাবি কোহলিদের ফিল্ডিং কোচের

উইকেটে সরাসরি থ্রো-র ক্ষেত্রে উন্নতি হয়েছে- দাবি কোহলিদের ফিল্ডিং কোচের

টিম ইন্ডিয়ার প্র্যাক্টিস।

জাতীয় সিনিয়র দলের ফিল্ডিং কোচ টি দিলীপের মতে, উইকেটে সরাসরি থ্রো'র ক্ষেত্রে উন্নতি করেছে ভারতীয় দল। সরাসরি থ্রো করে উইকেট ভাঙার শতকরা হার অনেকটাই বেড়েছে। যদিও তিনি মেনে নিয়েছেন এর অনেক ক্ষেত্রেই রান আউট হয়নি বিপক্ষ ব্যাটার।

শুভব্রত মুখার্জি : বেশ কয়েক বছর হল ফিল্ডিংয়ে যথেষ্ট উন্নতি করেছে ভারতীয় সিনিয়র দল। ক্রিকেটারদের ফিটনেস লেভেলও যথেষ্ট বেড়েছে। যার প্রতিফলন ঘটছে মাঠে ম্যাচ চলাকালীন। সেই কথাই তুলে ধরলেন জাতীয় সিনিয়র দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁর মতে উইকেটে সরাসরি থ্রো'র ক্ষেত্রে উন্নতি করেছে ভারতীয় দল। সরাসরি থ্রো করে উইকেট ভাঙার শতকরা হার অনেকটাই বেড়েছে। যদিও তিনি মেনে নিয়েছেন এর অনেক ক্ষেত্রেই রান আউট হয়নি বিপক্ষ ব্যাটার।

আরও পড়ুন: শ্রেয়সের বদলে একাদশে জাদেজা? শুভমন গিলের সঙ্গে ওপেন করবেন কে?

নিজের বক্তব্যের স্বপক্ষে বেশ কিছু উদাহরণও তুলে ধরেছেন দিলীপ। গত বারের টি-২০ বিশ্বকাপের ভারত বনাম বাংলাদেশ ম্যাচের উদাহরণ সামনে এনেছেন তিনি। ওই ম্যাচে কেএল রাহুলের সরাসরি থ্রো-তে রান আউট হয়ে যান লিটন দাস। ম্যাচের রংও কার্যত এর পরেই গিয়েছিল বদলে। ভারতের অপশনাল ট্রেনিং সেশনে দিলীপ মিডিয়ার মুখোমুখি হয়ে বলেছেন, ‘বেশ কিছু সময় ধরে বেশ কয়েকটি ক্ষেত্রে (ফিল্ডিংয়ের) আমরা কিছু উন্নতি করেছি। বিশ্বকাপে (টি-২০ বিশ্বকাপ) সরাসরি উইকেটে থ্রো'র শতকরা হিসেব দেখলেই এটা আমরা বুঝতে পারব। কেএল রাহুলের ওই একটা সরাসরি থ্রো (লিটনের রান আউট) ম্যাচের রং বদলে দিয়েছিল।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় গিয়ে অনেক কিছু শিখতে পারবেন- IPL নয়, BBL-কেই সেরা বলছেন বাবর

এ দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিলীপ আরও বলেছেন, ‘আমরা এই বিষয়টায় (ফিল্ডিং) দলগত ভাবে গুরুত্ব দিয়েছি। আপনি আমাদের শতকরা হিসেব (সরাসরি উইকেটে থ্রো'র) যদি দেখেন, তা হলে দেখবেন অনেকটাই উন্নতি হয়েছে। যদিও এর অনেকগুলো হয়তো রান আউট হয়নি। উইকেটে সরাসরি থ্রো'র ক্ষেত্রে আমাদের উন্নতি চোখে পড়ার মতোন। এই একটা জায়গা রয়েছে যেখানে আমাদের আরও উন্নতির জায়গা অবশ্যই থাকছে।’

অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া সম্বন্ধে তিনি বলেছেন, ‘এখন তো হার্দিক অফিসিয়ালি আমাদের দলের অধিনায়ক। তবে দীর্ঘ দিন ধরেই আমাদের দলে নেতৃত্বের যে গ্রুপটা রয়েছে তার অংশ ও। টি-২০ ফর্ম্যাটেও দেখিয়ে দিয়েছে যে, অধিনায়ক হিসেবে ও কতটা সক্ষম। দলের জন্য ও কতটা কি করতে পারে সেটাও প্রমাণ করে দিয়েছে। আমরা সবাই ওর দিকে মুখিয়ে রয়েছি (ওয়ানডে অধিনায়কত্ব দেখার বিষয়ে)। এই বিষয়টা ভালো ভাবে সামলাতে ও যথেষ্ট দক্ষ বলেই আমি মনে করি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.