বাংলা নিউজ > ময়দান > চাটার্ড বিমানে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে ভারতীয় দল, খরচ শুনলে চমকে যাবেন!

চাটার্ড বিমানে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে ভারতীয় দল, খরচ শুনলে চমকে যাবেন!

ওয়েস্ট ইন্ডিজে দল পাঠাতে সাড়ে ৩ কোটি খরচ হয়েছে বিসিসিআই-এর।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়া তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। তবে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছতেই যা খরচ হয়েছে, তার হিসেব শুনলে চমকে উঠতে হবেই।

ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাওয়টা ভারতের জন্য এত বেশি খরচ সাপেক্ষ! শিখর ধাওয়ানদের বিমানে করে ওয়েস্ট ইন্ডিজ পাঠাতেই খরচ হয়েছে সাড়ে তিন কোটি টাকা! একটি চার্টার্ড ফ্লাইট বুক করে পুরো দলকে পাঠানো হয়েছে। আর তার পিছনেই এত টাকা খরচ হয়েছে।

আরও পড়ুন: গত ১০ মাসে ভারতের ৮ জন অধিনায়ক, এত পরিবর্তন কেন? চাঁচাছোলা উত্তর রোহিতের- ভিডিয়ো

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়া তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে।

ইংল্যান্ড থেকে, একটি সূত্র টিওআইকে জানিয়েছে, ‘বিসিসিআই চার্টার্ড ফ্লাইটে সাড়ে ৩ কোটি টাকা খরচ করে টিমকে ওয়েস্ট ইন্ডিজ পাঠিয়েছে। যে বিমানে করে মঙ্গলবার বিকেলে ম্যাঞ্চেস্টার থেকে পোর্ট অফ স্পেনে (ত্রিনিদাদ এবং টোবাগোর রাজধানী) টিম ইন্ডিয়া গিয়েছে। ভারতীয় সময় রাত ১১.৩০ নাগাদ ভারতীয় দল পৌঁছয়। দলের জন্য একটি চার্টার্ড ফ্লাইট বুক করার কারণটা কোভিড -১৯ নয়। আসলে একটি বাণিজ্যিক ফ্লাইটে এতগুলি টিকিট বুক করা কঠিন ছিল– ভারতীয় দলে প্রধান কোচ রাহুল দ্রাবিড় সহ ১৬ জন খেলোয়াড় এবং সহায়ক স্টাফরা এই দলে অন্তর্ভুক্ত। পাশাপাশি প্লেয়ারদের স্ত্রীরাও রয়েছেন, যাঁরা দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছেন।’

আরও পড়ুন: রোহিত চিন্তিত নন শিখরদের ব্যর্থতায়, কিন্তু উইন্ডিজ সিরিজ বড় পরীক্ষা ধাওয়ানের

তিনি আরও যোগ করেছেন, ‘সাধারণত, একটি বাণিজ্যিক ফ্লাইটে, এই খরচ প্রায় ২ কোটি টাকা হত। ম্যাঞ্চেস্টার থেকে পোর্ট অফ স্পেন পর্যন্ত একটি বিজনেস ক্লাস টিকিটের দাম প্রায় ২ লক্ষ টাকা। চার্টার্ড ফ্লাইট নিঃসন্দেহে আরও ব্যয়বহুল। তবে এটি নেওয়া একটি অযৌক্তিক নয়। বিশ্বের বেশির ভাগ প্রথম সারির ফুটবল দলেরও এখন একটি করে চার্টার্ড ফ্লাইট রয়েছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন