২০২১ সালে করোনার বাধা টপকে একটানা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হয়েছে কোহলিদের। যদিও ২০২২ সালে ঠাসা ক্রীড়াসূচি অপেক্ষা করে রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।
২০২২ সালেই এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের মতো দু'টি বহুজাতিক টুর্নামেন্টে অংশ নিতে হবে ভারতীয় দলকে। ঘরে-বাইরে খেলতে হবে বেশ কয়েকট হাই-ভোল্টেজ দ্বি-পাক্ষিক সিরিজ। আপাতত বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা সফরেই কেটে যাবে টিম ইন্ডিয়ার জানুয়ারি মাস। ফেব্রুয়ারিতে সীমিত ওভারের সিরিজে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবেন রোহিতরা।
বছরের একেবারে শেষে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। একনজরে দেখে নেওয়া যাক সারা বছরে টিম ইন্ডিয়ার আন্তর্জাতিক ক্রীড়াসূচি।
জানুয়ারি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২টি টেস্ট ও ৩টি ওয়ান ডে।
ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩টি ওয়ান ডে ও ৩টি টি-২০।
ফ্রেব্রুয়ারি-মার্চ: শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি টেস্ট ও ৩টি টি-২০।
জুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫টি টি-২০।
জুলাই: ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি ওয়ান ডে, ৩টি টি-২০ ও ১টি টেস্ট।
জুলাই-অগস্ট: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩টি টি-২০ ও ৩টি ওয়ান ডে।
সেপ্টেম্বর: এশিয়া কাপ।
অক্টোবর-নভেম্বর: টি-২০ বিশ্বকাপ।
নভেম্বর-ডিসেম্বর: বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট ও ৩টি ওয়ান ডে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।