বাংলা নিউজ > ময়দান > আমি ঝুঁকি নেব, তুই সেঞ্চুরি কর-২০১১ বিশ্বকাপ ফাইনালে গম্ভীরকে বলেছিলেন ধোনি

আমি ঝুঁকি নেব, তুই সেঞ্চুরি কর-২০১১ বিশ্বকাপ ফাইনালে গম্ভীরকে বলেছিলেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীর (ফাইল ছবি)

২০১১ বিশ্বকাপ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গৌতম গম্ভীর এবং মহেন্দ্র সিং ধোনি। কিন্তু অল্পের জন্য শতরান হাতছাড়া করেছিলেন গৌতি। সেই মুহূর্তে ঠিক ধোনি এসে গৌতিকে কী বলেছিলেন তা প্রকাশ্যে আনলেন গম্ভীর নিজেই।

২০১১ সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। টান টান উত্তেজনার ম্যাচে তৎকালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ছয় মেরে জেতান‌। ২৮ বছর পর ফের বিশ্বকাপ ওঠে ভারতের হাতে।

১২ বছর পর আজও সেই রাতের স্মৃতি জ্বলজ্বল করছে প্রাক্তন ভারতীয় বাঁ হাতি তারকা ওপেনার গৌতম গম্ভীরের মনে। আগেও সেই রাতের অনেক অজানা কথা জনসমক্ষে এনেছেন তিনি। ভারতের বিশ্বকাপ জয়ের পিছনে ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গৌতি। কিন্তু অল্পের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। ৯৭ রানে থিসারা পেরেইরার বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। কিন্তু সেই ম্যাচে দুই ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ এবং সচিন তেন্ডুলকর দলকে ভরসা দিতে না পেরে ফিরে গিয়েছিলেন। ঠিক তখন থেকেই দলের হাল ধরেছিলেন গৌতি।

সেই ম্যাচে শতরান পেলেও অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন গম্ভীর। কিন্তু সম্প্রতি গম্ভীর বলেন, সেই রাতে তাঁর ব্যক্তিগত শতরান করার জন্য অধিনায়ক ধোনি তাঁকে বলেছিলেন, ‘প্রয়োজন হলে আমি ঝুঁকি নেব তুমি তোমার শতরান কর।’

২০১১ সালের ২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা। লঙ্কান দলের প্রাক্তন ক্রিকেটার মহেলা জয়াবর্ধনে সেঞ্চুরি করেন। শ্রীলংকা ২৭৫ রানের টার্গেট দেয় ভারতকে। ভারতের ইনিংস শুরুতেই লাসিথ মালিঙ্গার বলে এলবিডব্লু হয়ে ফিরে যান বীরেন্দ্র সেহওয়াগ। এরপর মালিঙ্গার বলে ব্যক্তিগত মাত্র ১৮ রানে আউট হন সচিন তেন্ডুলকর।

স্টেডিয়াম জুড়ে নেমে আসে নিঃস্তব্ধতা। তখনকার তরুণ তুর্কি বিরাট কোহলির সাহায্যে ধীরে ধীরে ইনিংস গড়তে থাকেন গৌতম গম্ভীর। ফের আঘাত আনে লঙ্কান অলরাউন্ডার দিলশান। অসাধারণ ক্যাচ ধরে আউট করেন বিরাট কোহলিকে। ৮৩ রানের জুটি গড়েন গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। বিরাট আউট হওয়ার পর সবাইকে অবাক করে ফর্মে থাকা যুবরাজ সিংকে বসিয়ে ক্রিজে আসেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২২ গজে গম্ভীর ও ধোনির লড়াই ম্যাচে ফেরত আনে ভারতকে।

সেই সময়ে তাদের মধ্যে কথোপকথনের কথা তুলে ধরেন গৌতম গম্ভীর। তিনি বলেন, ‘আমি যখন সেঞ্চুরির কাছাকাছি ছিলাম ধোনি আমাকে খুব সাহায্য করেছিল। ওভারের মাঝে এসে আমাকে বলেছিল তুমি তোমার শতরান কর। প্রয়োজন হলে সময় নিয়ে খেলব। কোনও তাড়াহুড়ো করবে না। দরকার পড়লে আমি ঝুঁকি নেব।’ ভারত শ্রীলঙ্কা প্রথম একদিনের ম্যাচের সময় তাঁর ও ধোনির কথোপকথন তুলে ধরেন গৌতি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন জেপি নড্ডা, একগুচ্ছ কর্মসূচি নিয়েই বঙ্গ সফর ষষ্ঠীর দিন মা দুর্গার সামনে খোশগল্পে মাতলেন কাজল-রানি, সাজে কে কাকে টেক্কা দিল? AFC-র দ্বিচারিতা! ইরান থেকে ম্যাচ সড়ছে ফিফা বিশ্বকাপের! অথচ শাস্তি মোহনবাগানকে… দেবী দুর্গার সামনে ‘জাস্টিস’ চাওয়ায় ৯ জনকে তুলে নিয়ে গেল পুলিশ! উত্তাল লালবাজার ‘‌কলঙ্কিতদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে হবে’‌, মুখ্যসচিবকে চিঠি ডাক্তারদের ‘হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে…’, শামির বিরুদ্ধে ফের ফোঁস 'স্ত্রী' হাসিনের টেস্ট ক্রিকেটে দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন জো রুট, টপকাতে পারবেন পন্টিং-সচিনকে? নবরাত্রির সপ্তম দিন মা কালরাত্রির, কোন বিশেষ নৈবেদ্যে মা হন প্রসন্ন জেনে নিন ICU-তে ভরতি রতন টাটা, শারীরিক অবস্থা গুরুতর চেয়ারম্যান এমেরিটাসের- রিপোর্ট ‘মাননীয়া, আপনিও আসুন’‌, অপর্ণা সেন–রাজ্যপাল অনশন মঞ্চে, আহ্বান মুখ্যমন্ত্রীকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.