বরাবরই শান্ত প্রকৃতির, চুপচাপ। মুখে কিছু বলার থেকে মাঠেই নিজেকে প্রমাণ করতে ভালোবাসেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টেই প্রথম একাদশে না থাকায় কিছুটা আক্ষেপ ঝরে পড়ল ঋদ্ধিমান সাহার গলা থেকে।
গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজে উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন ঋদ্ধি। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর পরিবর্তে দলে ঢোকেন ঋষভ পন্থ। দলের যুক্তি ছিল, কিউয়ি পরিবেশে ব্যাটিংয়ের জন্য পন্থ সুযোগ পেয়েছেন। অথচ সেটা টিম ম্যানেজমেন্টের তরফে আগে থেকে জানানো হয়নি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে ঋদ্ধি বলেন, 'সাধারণত ম্যাচের আগে যখন ব্যাটিং অর্ডার ঠিক করা হয়, তখন প্রথম একাদশ জানতে পারেন সব খেলোয়াড়। আমি ওখানে (স্টেডিয়ামে) গিয়ে জানতে পেরেছিলাম। এটা কঠিন নয়। কারণ তখনও দলের অংশ ছিলাম আমি। পরিস্থিতি-পরিবেশের উপর ভিত্তি করে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী চলতে হবে। তবে নিজের ভিতরে মনে হবে, শেষ টেস্ট সিরিজ যখন খেলেছিলাম, তখন (এই সিরিজেও) খেলব।'
বিশ্বস্ত সৈনিকের গলায় কিছুটা আক্ষেপ ঝরে পড়লেও বরাবরের মতো দলকেই আগে রাখলেন ঋদ্ধি। টিম ম্যানেজমেন্টের বর্তমান থিওরি মেনে তিনি দেশে ও পন্থ বিদেশে খেলবেন, এরকম কোনও বার্তা দলের তরফে দেওয়া হয়েছে কিনা, সে প্রসঙ্গে ঋদ্ধি বলেন, 'ব্যক্তিগতভাবে আমায় কিছু জানানো হয়নি। তবে আমি দলকে আগে রাখি, ব্যক্তিগত পছন্দকে পরে। যদি দল মনে করে ঋষভ খেলবে, তাতে আমার ঠিক আছে। কারণ আমি চাই দল জিতুক।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।