বাংলা নিউজ > ময়দান > ডোপিংয়ে অভিযোগে চার বছরের জন্য সাসপেন্ড টেনিস তারকা সিমোনা হ্যালেপ, সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার অঙ্গীকার

ডোপিংয়ে অভিযোগে চার বছরের জন্য সাসপেন্ড টেনিস তারকা সিমোনা হ্যালেপ, সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার অঙ্গীকার

৪ বছরের নিষেধাজ্ঞার কোপে দুবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সিমোনা হ্যালেপ (ছবি-এপি)

২ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা সিমোনা হ্যালেপ। মেয়েদের টেনিসে যথেষ্ট দাপুটে পারফর্মার তিনি। সেই সিমোনা হালেপের কপালেই এবার নেমে এল কড়া শাস্তির খাড়া! চার বছরের নিষেধাজ্ঞার কবলে পড়তে হল মহিলা টেনিস তারকাকে।

শুভব্রত মুখার্জি: ২ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা সিমোনা হ্যালেপ। মেয়েদের টেনিসে যথেষ্ট দাপুটে পারফর্মার তিনি। সেই সিমোনা হ্যালেপের কপালেই এবার নেমে এল কড়া শাস্তির খাড়া! চার বছরের নিষেধাজ্ঞার কবলে পড়তে হল মহিলা টেনিস তারকাকে। কারণ অ্যান্টি ডোপিং যে আইন রয়েছে সেই আইন অমান্য করেছেন তিনি। একটি নয় দু দুটি ধারা ভাঙার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও এই শাস্তির নিদানের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে তাঁর সামনে।

৩১ বছর বয়সি রোমানিয়ান তারকা উইম্বলডনের পাশাপাশি জিতেছিলেন ইউএস ওপেনের খেতাব ও। ২০২২ সালের অক্টোবর মাস থেকেই সাময়িকভাবে নিষিদ্ধ ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল ইউএস ওপেনে নিষিদ্ধ রক্তের বুস্টার অর্থাৎ উত্তেজক রোক্সাডাসট্যাট ব্যবহারের। যদিও হ্যালেপ তা পত্রপাঠ অস্বীকার করেছেন। তাঁর দাবি এর সপক্ষে প্রমাণ ও রয়েছে তাঁর হাতে। তিনি জানিয়েছেন খুব কম পরিমাণে অ্যানিমিয়া ড্রাগ তাঁর শরীরে প্রবেশ করেছিল লাইসেন্সড সাপ্লিমেন্টের কন্টামিনেশান অর্থাৎ বিষক্রিয়ার মধ্যে দিয়ে।

ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি জানিয়েছে, ‘২০২২ সালের ইউএস ওপেনের সময় হ্যালেপের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। তাতে নিষিদ্ধ শক্তি বর্ধক রোক্সাডুস্ট্যাট পাওয়া গিয়েছে।’ হ্যালেপ অবশ্য ডোপ করার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি কোনও নিষিদ্ধ ওষুধ খাননি। অসুস্থতার জন্য তাঁকে রক্তাল্পতার ওষুধ খেতে হয়েছিল। যে ওষুধ তিনি খেয়েছেন, তা নিষিদ্ধ নয়। হালেপ যে ওযুধ খাওয়ার দাবি করেছেন, তা খেলে শরীরে কিছু পরিমাণ রোক্সাডুস্ট্যাট থাকতে পারে। কিন্তু তাঁর শরীরে যে পরিমাণ রোক্সাডুস্ট্যাট পাওয়া গিয়েছে, তা তাঁর দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি।

হ্যালেপের বিরুদ্ধে অ্যান্টি ডোপিং আইনের দুটি ধারা ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হ্যালেপ জানিয়েছেন, ‘আমি ITIA-র এই সিদ্ধান্ত মানছি না। আমি অনুশীলন চালিয়ে যাচ্ছি। আমার ক্ষমতায় যতটা রয়েছে আমি ততদূর পর্যন্ত যাব নিজের নামের পাশে লাগা এই কলঙ্ক দূর করতে। আমার বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগ মিথ্যা। আমি সব মিথ্যা প্রমাণ করব। আমি কোর্টে ফিরে আসব। আমি কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে এর বিরুদ্ধে আবেদন জানাব। সমস্ত আইনি সাহায্য নেব। আমার সবটা দিয়ে লড়াই করব নিজেকে নির্দোষ প্রমাণ করতে।’ এছাড়াও তাঁর বিরুদ্ধে অ্যাথেলিট বায়োলজিক্যাল পাসপোর্টে অনিয়মেরও অভিযোগ রয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘রান পাচ্ছেন না,অধিনায়কত্ব ছেড়েছেন’, তবু বাবরকেই ট্রাম্প কার্ড মানছেন সৌদ শাকিল ‘বিদ্যা ও আমি তুতো বোন, আমাদের মাত্র ২বার ক্ষণিকের জন্য দেখা হয়েছে: প্রিয়ামণি রবিবাসরীয় সন্ধ্যায় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম T20-র লড়াই সূর্যদের, কোথায় দেখবেন? মালব্য রাজযোগে তুলা-সহ ৫ রাশির জীবন হবে সুন্দর, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল মমতার স্ট্র্যাটেজিতেই ট্রাম্পের হয়ে প্রচার মাস্কের! আমেরিকায় কাজে দেবে সেই কৌশল? ‘যা ইচ্ছে বলো,আম্পায়ারকে বুঝে নেব’! বিশ্বকাপ ফাইনালে স্লেজিংয়ের গল্প রোহিত গলায়… দশভূজার হাতে ১০ অস্ত্র, কোন অস্ত্র কে কেন দিয়েছিলেন মাকে? কী বলছে শাস্ত্র? অষ্টধাতু ব্যবহার করে প্রতিমা নির্মাণ ব্যারাকপুরে, তাক লাগালেন হাবড়ার শিল্পী সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও বাংলাদেশে অনেক পুজো বাতিল, ভয়ে উদ্যোক্তারা মীন রাশির সাপ্তাহিক রাশিফল, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর কেমন কাটবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.