জসপ্রিত বুমরাহের ভয়ঙ্কর স্পেলেই শেষ হয়ে গেল টিম ইংল্যান্ড। প্রথম ৮ ওভারেই পাঁচ উইকেট হারাল জোস বাটলাররা। ওভালের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে জসপ্রীত বুমরাহের মারাত্মক বোলিংয়ের সামনে হার মানল স্বাগতিকরা। প্রথম ৮ ওভারে দলটি মোট পাঁচটি উইকেট হারিয়েছে তারা। যার মধ্যে চার খেলোয়াড় খাতাই খুলতে পারেনি। এ সময় জেসন রয়, জো রুট, বেন স্টোকস ও লিয়াম লিভিংস্টোনকে শূন্য রানে আউট হন। জনি বেয়ারস্টো ২০ বলে ৭ রান করে বুমরাহের শিকার হন।
আরও পড়ুন… শূন্য রানে সাজঘরে ফিরলেন রয়, রুট, স্টোকস! ২০১৮ অ্যাডিলেডের স্মৃতি ফিরল ওভালে
এদিন ভারতের হয়ে চারটি সাফল্য পান জসপ্রীত বুমরাহ। যেখানে মহম্মদ শামি একটি সাফল্য পেয়েছেন। ম্যাচের প্রথম ১০ ওভারে ইংলিশ দলের চার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়ে একটি বিশেষ তালিকায় নাম লেখালেন জসপ্রীত বুমরাহ। তিনি ওডিআই ক্রিকেটে প্রথমবার ১০ ওভারে চার উইকেট নেওয়া তৃতীয় ভারতীয় বোলার হলেন। তার আগে এই কীর্তি করেছেন শ্রীনাথ ও ভুবনেশ্বর কুমার।
শ্রীনাথ বনাম শ্রীলঙ্কা ২০০৩
ভুবনেশ্বর বনাম শ্রীলঙ্কা ২০১৩
বুমরাহ বনাম ইংল্যান্ড ২০২২
আরও পড়ুন… শূন্য রানে সাজঘরে ফিরলেন রয়, রুট, স্টোকস! ২০১৮ অ্যাডিলেডের স্মৃতি ফিরল ওভালে
দ্বিতীয় ওভারে জেসন রয়কে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন রয়। একই ওভারের শেষ বলে জো রুটকে আউট করে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন বুমরাহ। রুটও খাতা না খুলেই আউট হন। বেন স্টোকসকে গোল্ডেন ডাকে আউট করতে গিয়ে ইংল্যান্ডকে তৃতীয় ধাক্কা দেন মহম্মদ শামি। ১৭ রানে স্বাগতিকদের চতুর্থ উইকেটের পতন ঘটে। বেয়ারস্টোকে প্যাভিলিয়নের পথ দেখান বুমরাহ। বেয়ারস্টো করেন ৭ রান। দলের রান যখন ২৬ রান, তখন লিয়াম লিভিংস্টোনকে ব্যাক্তিগত শূন্য রানে সাজঘরে ফেরান বুমরাহ। একদিনের ক্রিকেটে এটাই প্রথমবার জসপ্রীত বুমরাহ পাওয়ার প্লেতে তিনটি উইকেট নিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।