বাংলা নিউজ > ময়দান > তাঁর জায়গায় রজার বিনি, তবে ক্ষোভ নয়, বরং মজা করে বিষয়টি হাল্কা করলেন সৌরভ নিজেই- ভিডিয়ো

তাঁর জায়গায় রজার বিনি, তবে ক্ষোভ নয়, বরং মজা করে বিষয়টি হাল্কা করলেন সৌরভ নিজেই- ভিডিয়ো

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রজার বিনি।

দ্বিতীয় মেয়াদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কার্যত নেই। তাঁর পরিবর্তে ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনির নাম ঘোষণার অপেক্ষা। ৫০ বছরের কিংবদন্তি ক্রিকেটার ২০১৯ সালে বিসিসিআই-এর সভাপতি হয়েছিলেন।

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর দিয়ে ঝড় বয়ে চলেছে। তবু তিনি তাঁর সহজাত রসিকতা ভোলেননি। বিসিসিআইয়ের সভাপতি হিসেবে সৌরভকে কাঠগড়ায় তোলা হয়েছে। এবং দ্বিতীয় মেয়াদে তাঁর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কার্যত নেই। তাঁর পরিবর্তে ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনির নাম ঘোষণার অপেক্ষা। ৫০ বছরের কিংবদন্তি ক্রিকেটার ২০১৯ সালে বিসিসিআই-এর সভাপতি হয়েছিলেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এ প্রেসিডেন্ট পদে চার বছরের মেয়াদ শেষ হওয়ার পরে।

আরও পড়ুন: এই পাঁচ সিদ্ধান্তের জেরেই কি মসনদ খোয়ালেন মহারাজ?

বৃহস্পতিবার বাইপাসের ধারে এক অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে বন্ধন ব্যাঙ্ক তাঁকে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করল। সেই অনুষ্ঠানে সৌরভ তাঁর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিশদ ভাবে কথা বলেন এবং তাঁর খেলা ও ধারাভাষ্য ক্যারিয়ারের সেরা স্মৃতিগুলি উপস্থিত সকলের সঙ্গে ভাগ করেছিলেন। এমনই এক মুহূর্তে সৌরভকে একটা ভিডিয়ো দেখানো হয়। যেখানে তিনি রাহুল দ্রাবিড় এবং হর্ষ ভোগলের সঙ্গে ধারাভাষ্য করছিলেন। আর সেখানে একটি ম্যাচের ক্লিপিং ছিল। ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের ক্লিপিং ছিল সেটি। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, জো রুটকে বল করছেন স্টুয়ার্ট বিনি। উইকেটের পিছনে মহেন্দ্র সিংহ ধোনি।

সেই ভিডিয়ো চলাকালীনই সৌরভ মজা করে বলেন, ‘এটা বিনি। তবে রজার বিনি নন। স্টুয়ার্ট বিনি।’

সৌরভের কথা শুনে উপস্থিত সকলেই হেসে ওঠেন। সঞ্চালক সঙ্গে সঙ্গেই যোগ করেন, ‘খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, বিশেষ করে এমন দিন।’

সৌরভ অবশ্য এই ইভেন্টে এসে সাফ বলে দেন, ‘চিরকালের জন্য প্রশাসক হতে পারবেন না’ এবং ‘প্রত্যাখ্যান’ জীবনের অংশ। সৌরভের দাবি, ‘আপনি চিরতরে খেলতে পারবেন না। আপনি চিরকালের জন্য প্রশাসক হতে পারবেন না। ভবিষ্যতে আরও বড় কিছু করব।’

আরও পড়ুন: পদ হারিয়ে ক্ষোভ বা অভিমান নেই, আরও বড় কিছুর করার লক্ষ্যে সৌরভ

ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ মসনদ হারানোর নেপথ্যে কাঠগড়ায় তোলা হচ্ছে বিজেপিকে। অথচ সেই দলেরই প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানিয়ে দিলেন, একদিনে কেউ নরেন্দ্র মোদি হতে পারেন না। তিনি বলেন, ‘একদিনে কেউ সচিন তেন্ডুলকর হতে পারবেন না। একদিনে কেউ আম্বানি হতে পারবেন না। একদিনে কেউ নরেন্দ্র মোদিও হতে পারবেন না।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন