ব্রিসবেনে দুরমুশ হওয়ার অ্যাডিলেডে তারকাযুগল স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন দলে ফেরায় ভাগ্যবদলের আশায় ছিলেন ইংল্যান্ড ম্যানেজমেন্ট থেকে সমর্থক সকলেই। উপরন্তু, অস্ট্রেলিয়ার দুই তারকা ফাস্ট বোলার প্যাট কামিন্স ও জোস হ্যাজেলউডের অনুপস্থিতি সেই আশায় ইন্ধন জুগিয়েছিল তবে ২৭৫ রানে ম্যাচ হেরে লজ্জায় ডুবলেন জো রুটরা।
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৭৩ রানের বদলে ২৩৭ রানে পিছিয়ে থাকার ম্যাচ জয়ের তেমন আশা তো ছিলই না। ম্যাচ শেষে অজিদের দেওয়া ৪৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯২ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড ইনিংস। তবে ম্যাচে দলে ফিরেই কিন্তু দুই ইনিংসেই নজির গড়ে ফেললেন জেমস অ্যান্ডারসন। তাও আবার বল হাতে নয়, বরং ব্য়াটার হিসেবে।
প্রথম ইনিংসে অ্যান্ডারসন ১০০টি টেস্ট ইনিংসে নট আউট থাকার রেকর্ড গড়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও রেকর্ড গড়লেন, তবে তা বরং লজ্জার। এমনিতেই অ্যান্ডারসনের ব্যাট হাতে দক্ষতার কথা যত কম বলা যায় ততই ভাল। টেস্টে গড়ও তাঁরই প্রমাণ দেয়। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ঝাই রিচার্ডসনের বলে অ্যান্ডারসন মাত্র দুই রানে আউট হলে ইংল্যান্ডের হার সুনিশ্চিত হয়।
পাশপাশি টেস্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ১০০ বার এক অঙ্কের রানে আউট হওয়ার নজির গড়লেন জিমি। এর আগে কোর্টনি ওয়ালশের দখলে সর্বাধিকবার (৯৯) এক অঙ্কের রানে আউট হওয়ার নজির ছিল। এখন তার মালিক ইংল্যান্ডের ১১ নম্বর ব্যাটার। অ্যান্ডারসনের থেকে তাঁর নতুন বলের সতীর্থ স্টুয়ার্ট ব্রডও বেশি পিছনে নন। তিনি ৯৭ বার এই ঘটনার সম্মুখীন হয়েছেন। শেন ওয়ার্নের পরে (৯২) তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে (৮১)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।