বাংলা নিউজ > ময়দান > The Ashes: অ্যাডিলেডে দুরন্ত নজির গড়েও নির্বিকার টিমম্যান মার্নাস ল্যাবুশেন

The Ashes: অ্যাডিলেডে দুরন্ত নজির গড়েও নির্বিকার টিমম্যান মার্নাস ল্যাবুশেন

অ্যাডিলেডে শতরান করে ল্যাবুশেনের সেলিব্রেশন। ছবি- পিটিআই।

দ্বিতীয় অ্যাসেজ টেস্টের দ্বিতীয় দিনে নিজের কেরিয়ারের ষষ্ঠ শতরান করেন অজি তারকা ল্যাবুশেন।

বর্তমানে অস্ট্রেলিয়া টেস্ট দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ মার্নাস ল্যাবুশেন। অ্যাডিলেডে নিজের টেস্ট কেরিয়ারের ষষ্ঠ শতরান করার পাশাপাশি ইতিহাসে পঞ্চম দ্রুততম হিসেবে সচিন, লারার থেকে কম সময়ে ২০০০ রানের গন্ডি পেরিয়েছেন ল্যাবুশেন। তবে ব্যক্তিগত সাফল্যকে একেবারেই প্রাধান্য দিতে নারাজ তিনি। 

অ্যাডিলেডে দ্বিতীয় অ্যাসেজ টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে নয় উইকেটের বিনিময়ে ৪৭৩ রানে ইনিংস ডিক্লেয়ার করে। দলে হয়ে ল্যাবুশেনই সর্বোচ্চ ১০৩ রান করেন। এর সুবাদে বর্তমানে টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় দুইয়ে থাকা ল্যাবুশেনের গড় গিয়ে দাঁড়ায় ৬২.৪৮। ডন ব্র্যাডম্যান ছাড়া অন্তত ২০ টি টেস্ট ইনিংস খেলা অন্য কোনো ব্যাটারের গড় ল্যাবুশেনের থেকে বেশি নয়। তবে সেই বিষয়ে নির্বিকার অজি তারকা। ক্রিকেটের অনিশ্চিয়তার বিষয়ে অবগত ল্যাবুশেন দিনের শেষে বলেন, ‘আমি তো প্রথমবার এটা শুনলাম। এক-দুটো ব্যাটের কানায় লেগে আউট হলেই সমালোচনা ধেয়ে আসতে সময় লাগবে না। আমি প্রতি ইনিংসেই যত সম্ভব রান করে ম্যাচ জেতার লক্ষ্যে থাকি। অস্ট্রেলিয়ার হয়ে ম্য়াচ জেতাটাই সবচেয়ে উপভোগ্য।’

তবে প্রথম রাতের শেষে ৯৫ রানে অপরাজিত থাকা বা ৯০ থেকে ১০০-র দীর্ঘ সময় অপেক্ষা তো যে কোনো ব্য়াটারকেই বাড়তি চাপে ফেলবে। ৯০ থেকে ১০০-তে পৌঁছতে মোট ৫৪ বল খেলা ল্যাবুশেন কিন্তু তাঁর ক্ষেত্রে এমন কিছু হয় বলে মানতে নারাজ। ২৭ বছর বয়সী ব্যাটার বলেন, ‘আমার কখনও কোনো রান করাই সহজ বলে মনে হয়নি। আমি ক্রিজে টিকে থাকতে চেয়েছিলাম। আরও বেশি গোলাপি বলের টেস্ট খেলা হলে হয়তো আরও বেশি পরিকল্পনা দেখা যাবে। কোন সময়ে ব্যাটিংয়ের জন্য ভাল, কোনটা বোলিংয়ের জন্য ভাল, এসব বেশি ভাল বোঝা যাবে।’ দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ১৭ রানে দুই উইকেট হারিয়ে কিন্তু বেশ চাপেই। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.