অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্টে দুরন্ত মাইলস্টোন স্থাপন করলেন মিচেল স্টার্ক। প্রথম বোলার হিসেবে তিনি দিন-রাতের টেস্টে ৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। ডে-নাইট টেস্টে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় প্রথম চারজনই অস্ট্রেলিয়ান। দেখে নিন তালিকা।
1/4বিশ্বের প্রথম বোলার হিসেবে গোলাপি বলে দিন-রাতের টেস্টে ৫০টি উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁয়ে ফেলেন মিচেল স্টার্ক। প্রয়োজন ছিল ৪টি উইকেট। অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে স্টার্ক ফিরিয়ে দেন ররি বার্নস, ডেভিড মালান, জোস বাটলার ও স্টুয়ার্ট ব্রডকে। ফলে কেরিয়ারের ৯ নম্বর পিঙ্ক বল টেস্টেই এমন অনবদ্য নজির গড়েন অজি পেসার।
2/4গোলাপি বলে দিন-রাতের টেস্টে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অজি পেসার জোস হ্যাজেলউড। তিনি ৭টি পিঙ্ক বল টেস্টে নিয়েছেন ৩২টি উইকেট। যদিও চোটের জন্য তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে মাঠে নামেননি।
3/4ন্যাথন লিয়ঁ অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৩টি উইকেট দখল করেন। সেই সুবাদে ৯টি ডে-নাইট টেস্টে তাঁর সার্বিক সংগ্রহ দাঁড়ায় ৩২টি উইকেট।
4/4অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ডে-নাইট টেস্টে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় চার নম্বরে রয়েছেন। তিনি মোট ৫টি পিঙ্ক বল টেস্টে মাঠে নেমে ২৬টি উইকেট নিয়েছেন। কামিন্সও ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে মাঠে নামেননি।