বাংলা নিউজ > ময়দান > The Ashes: জিনিয়াস! শ-র পরে গ্রিন, ফের অক্ষরে অক্ষরে মিলে গেল পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী

The Ashes: জিনিয়াস! শ-র পরে গ্রিন, ফের অক্ষরে অক্ষরে মিলে গেল পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী

বেন স্টোকসের বলে বোল্ড হন ক্যামরন গ্রিন।

অ্যাডিলেডে প্রথম ইনিংসে মাত্র দুই রানে স্টোকসের বলে বোল্ড হন গ্রিন।

কথায় আছে বাঘ যতই বুড়ো হয়ে যাক সে শিকার করা ভোলে না। ঠিক সেরকমই বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তথা অধিনায়ক ব্যাটিং বা ব্যাটারদের দুর্বলতা চিহ্নিত করা বিন্দুমাত্র ভোলেননি, শুক্রবার (১৭ ডিসেম্বর) অ্যাডিলেডে আবারও এক দৃশ্যের সাক্ষী থাকল। ধারাভাষ্য দিতে বসা রিকি পন্টিং হুবহু মাঠে কী হতে চলেছে, তা হওয়ার আগেই নির্ভুলভাবে জানিয়ে দিলেন।

গত বছরের শেষের দিকে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় পৃথ্বী শয়ের আউটের ঠিক আগে তাঁর দিল্লি ক্যাপিটালসে কোচ রিকি পন্টিং জানান ইনসুইং বলে পৃথ্বী সমস্যায় পড়বেন। ঠিক তাঁর পরের বলেই ইনসুইং বলেই পৃথ্বীর উইকেট ছিটকে যায়। অনেকটা তার অ্যাকশন রিপ্লের মতো শুক্রবার দ্বিতীয় অ্যাসেজ টেস্টের দ্বিতীয় দিনে ক্যামরন গ্রিনের আউটের আগেও অক্ষরে অক্ষরে পন্টিং যা বললেন, ঠিক তেমনভাবেই আউট হলেন অজি অলরাউন্ডার।

বোলার বেন স্টোকস নিজের রান আপে যাওয়ার সময় গ্রিন ব্যাটে আসতেই পন্টিং Channel 7-এ ধারাভাষ্য দিতে দিতে বলেন, ‘ক্যামরন গ্রিনের ক্ষেত্রে ভিন্ন পরিকল্পনা চোখে পড়ছে। ওরা অনেক বেশি ফুল লেংথে, উইকেটের সোজাসুজি বল রাখার চেষ্টা করবে। ওর (গ্রিন) সামনের পাটা খুব খোলা থাকে, যা সাধারণত এমন একজন ব্যাটারের লক্ষণ যে এলবিডব্লু হতে চায়না। ও চায়না ওর সামনের পা খুব বেশি উইকেটের আগে আসুক। তাই ওরা (ইংল্যান্ড) ওর স্টাম্পেই আক্রমণ করবে।’

কথায় আছে বাঘ যতই বুড়ো হয়ে যাক সে শিকার করা ভোলে না। ঠিক সেরকমই বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তথা অধিনায়ক ব্যাটিং বা ব্যাটারদের দুর্বলতা চিহ্নিত করা বিন্দুমাত্র ভোলেননি, শুক্রবার (১৭ ডিসেম্বর) অ্যাডিলেডে আবারও এক দৃশ্যের সাক্ষী থাকল। ধারাভাষ্য দিতে বসা রিকি পন্টিং হুবহু মাঠে কী হতে চলেছে, তা হওয়ার আগেই নির্ভুলভাবে জানিয়ে দিলেন।

গত বছরের শেষের দিকে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় পৃথ্বী শয়ের আউটের ঠিক আগে তাঁর দিল্লি ক্যাপিটালসে কোচ রিকি পন্টিং জানান ইনসুইং বলে পৃথ্বী সমস্যায় পড়বেন। ঠিক তাঁর পরের বলেই ইনসুইং বলেই পৃথ্বীর উইকেট ছিটকে যায়। অনেকটা তার অ্যাকশন রিপ্লের মতো শুক্রবার দ্বিতীয় অ্যাসেজ টেস্টের দ্বিতীয় দিনে ক্যামরন গ্রিনের আউটের আগেও অক্ষরে অক্ষরে পন্টিং যা বললেন, ঠিক তেমনভাবেই আউট হলেন অজি অলরাউন্ডার।

বোলার বেন স্টোকস নিজের রান আপে যাওয়ার সময় গ্রিন ব্যাটে আসতেই পন্টিং Channel 7-এ ধারাভাষ্য দিতে দিতে বলেন, ‘ক্যামরন গ্রিনের ক্ষেত্রে ভিন্ন পরিকল্পনা চোখে পড়ছে। ওরা অনেক বেশি ফুল লেংথে, উইকেটের সোজাসুজি বল রাখার চেষ্টা করবে। ওর (গ্রিন) সামনের পাটা খুব খোলা থাকে, যা সাধারণত এমন একজন ব্যাটারের লক্ষণ যে এলবিডব্লু হতে চায়না। ও চায়না ওর সামনের পা খুব বেশি উইকেটের আগে আসুক। তাই ওরা (ইংল্যান্ড) ওর স্টাম্পেই আক্রমণ করবে।’|#+|

ঠিক অবিকল একই পরিকল্পনায় গ্রিনের স্টাম্প ছিটকে দেন স্টোকস। এর থেকে একটা কথা পরিস্কার বোঝা যায়, দক্ষতা কোনোদিনও সময়ের সঙ্গে সঙ্গে কমে বা হারিয়ে যায় না। এই পরিকল্পনা শক্তিই তো পন্টিংকে মতান্তরে সর্বকালের সেরা ক্রিকেট দলের অধিনায়ক করেছিল, এনে দিয়েছিল দুই-দুইটি বিশ্বকাপ খেতাব। গ্রিন আউট হলেও অবশ্য অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনে ৪৭৩ রানের বিশাল রান করার পর ইংল্যান্ডের ১৭ রানে দুই উইকেট নিয়ে টেস্টে চালকের আসনে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভিডিয়ো: শাকিবকে কেন শ্রীলঙ্কার তারকা পেসারের সঙ্গে তুলনা করলেন কোহলি চারিদিকে এবার সাজ সাজ রব, পুজোর আগেই পাঠান শারদীয়ার শুভেচ্ছা ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল 'কলেজ লাইফের সন্দীপের …', বালুরঘাট হাসপাতালের সুপার মুখ খুললেন 'সহপাঠী' কে নিয়ে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল নিম্নচাপের ভ্রূকূটির মধ্যে শনিতে ৫ জেলায় সতর্কতা, রবিতে ৬-তে, বৃষ্টি বাড়বে কবে? আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.