The Ashes: শূন্য রানে ওয়ার্নারকে ফিরিয়েই ইংল্যান্ডের হয়ে ইতিহাসের পাতায় নাম তুললেন ব্রড
1 মিনিটে পড়ুন . Updated: 15 Jan 2022, 09:58 PM IST- পঞ্চম অ্যাসেজ টেস্টে ইংল্যান্ড ভাল বল করলেও সুবিধাজনক অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ড তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বোলার স্টুয়ার্ট ব্রড। চলতি অ্যাসেজই ১৫০ টেস্ট ম্য়াচ খেলার দুর্দান্ত মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ড তারকা। এবার সিরিজের শেষ টেস্ট ম্যাচে, ইংল্যান্ডের হয়ে এক অনন্য নজির গড়ে ফেললেন দলের তারকা ফাস্ট বোলার।
পঞ্চম টেস্টের ম্যাচের দ্বিতীয় ডেভিড ওয়ার্নারকে আউট করেই অ্যাসেজ ক্রিকেটর এক শতকেরও অধিক পুরনো ইতিহাসে, ইংল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন ব্রড। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি ব্রডের ১২৯তম উইকেট। অ্যাসেজে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নেওয়ার বিচারে ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথামকে পিছনে ফেলে দিলেন ব্রড। ঘটনাক্রমে ওয়ার্নারকে আউট করেই এই নজির গড়েন ৩৫ বছর বয়সী তারকা বোলার।
গত অ্যাসেজ সিরিজে ওয়ার্নরকে নাজেহাল করেছিলেন ব্রড। এই সিরিজে তেমনটা চোে না পড়লেও, শেষবেলায় ফের একবার পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন তিনি। হোবার্টে দুই ইনিংসেই শূন্য রানে আউট হন ওয়ার্নার। ঘটনাক্রমে অস্ট্রেলিয়ার হয়ে শেষ ব্যাটার হিসেবে ২০১৯ সালে ওয়ার্নারই দুই টেস্ট ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া বর্তমানে তিন উইকেটের বিনিময়ে মাত্র ৩৭ রান করলেও, টেস্টে ১৫২ রানে এগিয়ে রয়েছে প্যাট কামিন্সের দল। সুতরাং, এই ম্যাচের রাশও কামিন্সদেরই হাতে।