বাংলা নিউজ > ময়দান > হেডিংলে টেস্টের আগে রুটকে বাহবা দিয়ে নিজেদের করুণ ফর্মের কথা মানলেন বাটলার

হেডিংলে টেস্টের আগে রুটকে বাহবা দিয়ে নিজেদের করুণ ফর্মের কথা মানলেন বাটলার

জোস বাটলার ও জো রুট (ছবি:রয়টার্স) (Action Images via Reuters)

হেডিংলেতে বিরাটকে চ্যালেঞ্জ দিতে বাটলারদের ভরসা জো রুটের বর্তমান ফর্ম।

নটিংহ্যাম ও লর্ডসের পরে হেডিংলেতেও দলের অধিনায়ক জো রুটের ব্যাটের দিকেই তাকিয়ে রয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। ইংল্যান্ড দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান জোস বাটলার স্বীকার করে নিলেন জো রুট এ মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। বাটলার এই কথাও স্বীকার করে নেন যে তাঁরা সেভাবে রুটকে সঙ্গ দিতে পারছেন না। ফলে ভুগতে হচ্ছে দলকে। হেডিংলে টেস্টে নামার আগে বাটলার জানিয়েদেন তারা এ বার রুটকে যোগ্য সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন।  

ম্যাচে নামার আগে বাটলার জানান, ‘আমি মনে করি এটা স্পষ্ট যে আমাদের সকলকে এ বার এগিয়ে আসতে হবে এবং জো রুটকে আরও সাপোর্ট দিতে হবে। বিশেষ করে এই বছর তিনি সবসময় ভালো ব্যাট করছেন, তিনি তার জীবনের সেরা ফর্মে রয়েছেন বলে আমি মনে করি।’

জো রুট নিয়ে বলতে গিয়ে বাটলার আরও বলেন, ‘তিনি সিরিজের একটি আশ্চর্যজনক শুরু করেছেন এবং আশা করি, এটি ধরে রাখতে পারবেন এবং আমরা বাকিরা আমাদের খেলাকে আরও ভালো করতে হবে যাতে তাকে আরও সাপোর্ট দেওয়া যায়। আমরা অবশ্যই জো এর কাঁধে বেশি চাপ সৃষ্টি করতে চাই না। আমরা একটা ইউনিট হিসাবে আমাদের সেরাটা দিয়ে তাঁর পাশে দাঁড়াতে হবে।’

শুধউ জো রুটকে নিয়েই তিনি বলেননি, জো রুটের পাশাপাশি বিরাটেরও প্রশংসা করেচেন ব্রিটিশ উইকেটরক্ষক জোস বাটলার। বিরাট নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ‘বিরাট কোহলি একজন অসাধারণ প্রতিযোগিতামূলক ব্যাক্তিত্ব, তিনি চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতা নিতে ও দিতে পছন্দ করেন। সত্যি কথা বলতে, এটি তার বিরুদ্ধে খেলার অন্যতম আনন্দ। এটি একটি দুর্দান্ত লড়াই, এটি আপনাকে পরীক্ষা করে। তার এবং তার দলের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামাটা সত্যিই একটা বড় সুযোগ। আমরা এটি উপভোগ করি, আমাদের দলেও প্রতিযোগিতা দেওয়ার ছেলের অভাব নেই, তারাও জেতার জন্য মরিয়া।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন