আসন্ন এশিয়া কাপ টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াডের নাম ঘোষণা করেছে বিসিসিআই। তবে সেই দলে তিন জন স্ট্যান্ডবাই ক্রিকেটারকেও রাখা হয়েছে। এই দল চলতি মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমির শাহিতে উপস্থিত হবে। শুরু হতে চলা এশিয়া কাপে তাদেরকে খেলতে দেখা যাবে। আর উল্লেখযোগ্য ভাবে এই দল থেকে বাদ দেওয়া হয়েছে ভারতের তারকা পেসার মহম্মদ শামিকে।
T20I ফর্ম্যাটে ভারতের হয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করার পর, বিশেষজ্ঞরা এশিয়া কাপ টুর্নামেন্টের জন্য ভারতীয় দলে শামির প্রত্যাবর্তন আশা করেছিলেন। তবে তাঁকে দলে রাখা হয়নি। শামির বাদ পড়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তবে, প্রাক্তন পাকিস্তান অধিনায়ক সলমন বাটের মত একেবারেই আলাদা। শামিকে বাদ দেওয়ার জন্য বিসিসিআইয়ের পদক্ষেপের সমর্থন করেছেন সলমন বাট। এর পিছনে যুক্তি ব্যাখ্যা করেছেন প্রাক্তন পাক তারকা।
আরও পড়ুন… ‘আমাদের নিয়ে এত ভাবতে হবে না,’ ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে একহাত নিলেন সুনীল গাভাসকর
সলমন বাট বলেছেন, ‘এশিয়া কাপে মহম্মদ শামিকে বিশ্রাম দিয়েছে ভারত। এটি হতে পারে কারণ শেষবার তিনি সংযুক্ত আরব আমিরাতে খেলেছিলেন, তিনি নতুন বলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হননি। ভারত এমন খেলোয়াড়দের বেছে নিয়েছে যারা মাঠে আরও চটপটে এবং নিম্নক্রমের নেমে ব্যাট দিয়ে অবদান রাখতে পারেন।’
এরপরে পাকিস্তানের প্রাক্তন তারকা বলেছেন, ‘জসপ্রীত বুমরাহ এশিয়া কাপ থেকে বাদ পড়েছেন এবং ভারত মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের মতো নাম স্কোয়াডে রাখেনি। তাদের খুব তরুণ পেস আক্রমণ রয়েছে এবং ভুবনেশ্বর কুমার তাদের দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার। দলে দুইজন লেগ স্পিনার রয়েছে। আমি বিশ্বাস করি তারা (বিসিসিআই) সংযুক্ত আরব আমির শাহির অবস্থা বিবেচনা করে সঠিক স্কোয়াড বেছে নিয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।