বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসনের তুলনা করতে গিয়ে, ভারত অধিনায়ককে রীতিমতো কটাক্ষ করছেন, অপমান করেছেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেন ভন। যা নিয়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। এ বার পাল্টা ভনকে তীব্র ভাষায় আক্রণ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সলমন বাট। তিনি সোজাসাপ্টা ভাষায় বলেছেন, একদিনের ক্রিকেটে যাঁর নিজের কোনও শতরান নেই, সে নাকি বিরাটের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন।
সলমন বাট চাঁচাছোলা ভাষায় বলেছেন, ‘কোহলি যে দেশে থাকে, সেই দেশের জনসংখ্যা অনেক বেশি। যে কারণে ওর ভক্তের সংখ্যাটা বেশি থাকাটাই স্বাভাবিক। এর পাশাপাশি ওর পারফরম্যান্সও অসাধারণ। বিরাটের এই মুহূর্তে ৭০টি সেঞ্চুরি রয়েছে। এই সময়কার কোনও ব্যাটসম্যামেনেরই এই পরিসংখ্যান নেই। ব্যাটিং ক্রমতালিকায় ও টানা নিজের প্রভাব বিস্তার করে রেখেছিল। অবশ্যই ওর অসম্ভব ভাল পারফরম্যান্সের সৌজন্যোই। আমি সত্যিই বুঝতে পারছি না, এই তুলনা টানার প্রয়োজন কী রয়েছে?’
নিজের ইউটিউব চ্যানেলে সলমন এর সঙ্গে আরও বলেছেন, ‘আর এই দু'জনের (বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন) তুলনা কে করছে? মাইকেল ভন, ও ইংল্যান্ডের অসাধারণ একজন অধিনায়ক ছিলেন, কিন্তু ব্য়াটিংয়ের ক্ষেত্রে সেই মানটা ছিল না। ও ভাল টেস্ট ব্যাটসম্যান ছিল, কিন্তু ভন কখনও একদিনের ক্রিকেটে কোনও শতরান করেনি। একজন ওপেনার হওয়ার পরও যদি শতরান না থাকে, এর পর আর আলোচনার কোনও বিষয়ই থাকতে পারে না।’ উল্লেখ্য, একদিনের ক্রিকেটে ভনের সর্বোচ্চ রান ৯০।
উইলিয়ামসনেরও প্রশংসা করেছেন সলমন বাট। তবে তাঁর মতে, ‘উইলিয়ামসনও নিঃসন্দেহে অসাধারণ। ও প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সেরা। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। অধিনায়ক হিসেবে নিঃসন্দেহে ও পয়েন্ট পাবে। কিন্তু ও (ভন) অধিনায়কত্ব নিয়ে আলোচনা করেনি। তবে প্লেয়ার হিসেবে একটা বড় পার্থক্য তো রয়েছে। কোহলির পরিসংখ্যান এবং পারফরম্যান্স এবং ও যে ভাবে ভারতকে ম্যাচ জিতিয়েছে, বিশেষত রান তাড়া করে, তা অতুলনীয়। ওরা দু'জনে (ভন এবং উইলিয়ামসন) কেউই কোহলির মতো ধারাবাহিক ছিল না বা নয়। ভন যা বলেছে, তা অপ্রাসঙ্গিক।’
উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিরাট এবং উইলিয়ামসনের তুলনা টানতে গিয়ে, নিউজিল্যান্ডের একটি সংবাদমাধ্যমে ভন বলেছিলেন, ‘উইলিয়ামসন ভারতীয় হলে ওকেই সেরা ক্রিকেটার বলা হত। কিন্তু ও তো ভারতের ক্রিকেটার নয়। আবার এই নিয়ে কিছু বললে, সোশ্যালমিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। বিরাটকেই সেরা ক্রিকেটার বলতে হবে। এতে বেশি লাইক পড়ব। ফলোয়ারের সংখ্যা বাড়বে। তবে আমার মতে, ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে কেন উইলিয়ামসনই সেরা। যে ভাবে ও খেলে, ঠান্ডা মাথা, ভদ্র ব্যবহার, নিজের কৃতিত্ব নিয়ে ওকে বরাবর চুপ থাকতেই দেখেছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।