বাংলা নিউজ > ময়দান > The Hundred 2022: ওয়াইল্ড কার্ডে ফের দ্য হান্ড্রেডে ঢুকে পড়লেন দীপ্তি, এবার নতুন দলের হয়ে মাঠে নামবেন ভারতীয় তারকা

The Hundred 2022: ওয়াইল্ড কার্ডে ফের দ্য হান্ড্রেডে ঢুকে পড়লেন দীপ্তি, এবার নতুন দলের হয়ে মাঠে নামবেন ভারতীয় তারকা

দীপ্তি শর্মা। ছবি- টুইটার (@Deepti_Sharma06)।

সুজি বেটস, জেস কের, লি তাহুহুরাও বিদেশির কোটায় ওয়াইল্ড কার্ডে দল পেয়ে যান দ্য হান্ড্রেডে।

দ্য হান্ড্রেডের দ্বিতীয় মরশুমে বার্মিংহ্যাম ফোনিক্সে যোগ দিলেন দীপ্তি শর্মা। ভারতের তারকা অল-রাউন্ডার ওয়াইল্ড কার্ড ড্রাফটে মাথা গলিয়ে দেন টুর্নামেন্টে। বিদেশি ক্রিকেটারের কোটায় ওয়াইল্ড কার্ডে দ্য হান্ড্রেডে ঢুকে পড়েন সুজি বেটস, জেস কের, লি তাহুহুরাও।

নিয়ম অনুযায়ী দ্য হান্ড্রেডের দলগুলি পছন্দ মতো পুরনো ক্রিকেটারদের ধরে রাখার পরে একজন করে বিদেশি ক্রিকেটারকে ওয়াইল্ড কার্ডে দলে নিতে পারবে। দীপ্তিকে সেই মতো এবার সই করায় বার্মিংহ্যাম।

আরও পড়ুন:- Ranji Trophy: বিশ্বরেকর্ড গড়ে রঞ্জির সেমিফাইনালে বাংলা, মনোজরা কাদের রেকর্ড ভাঙলেন জানেন?

দীপ্তি গত বছর লন্ডন স্পিরিটের হয়ে দ্য হান্ড্রেডে মাঠে নামেন। তারা চার নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে। অন্যদিকে বার্মিংহ্যাম ফোনিক্স গত মরশুমে লিগ টেবিলের তিন নম্বরে থাকে। তবে তারা এলিমিনেটরে ওভালের কাছে হেরে যায়।

দীপ্তি গতবছর দ্য হান্ড্রেডের ৮ ম্যাচে মাঠে নেমে ১৯.২৫ গড়ে ৭৭ রান সংগ্রহ করেন। বল হাতে দলের হয়ে সব থেকে বেশি ১০টি উইকেট নেন ভারতীয় তারকা।

আরও পড়ুন:- Ranji Trophy: মনোজ অসাধারণ, তবে সেমিফাইনালে উঠে বাংলার এই দুই ক্রিকেটারের প্রশংসা না করে পারলেন না ক্যাপ্টেন ঈশ্বরন

এবছর ওয়াইল্ড কার্ডে ওয়েলস ফায়ার সই করায় নিকোলা ক্যারিকে। ট্রেন্ট রকেটস দলে নেয় এলিস ভিলানিকে। হেথার গ্রাহাম যোগ দেন নর্দান সুপারচার্জার্সে। লি তাহুহু ঢুকে পড়েন ম্য়াঞ্চেস্টার অরিজিনালসের অন্দরমহলে। জেস কেরকে দলে নেয় লন্ডন স্পিরিট। মলি স্ট্রানো যোগ দেন সাদার্ন ব্রেভ শিবিরে। সুজি বেটসকে দলে নেয় ওভাল।

বন্ধ করুন