2/5কমনওয়েলথ গেমসে যে ছন্দে ছিলেন, তা ‘দ্য হান্ড্রেডেও’ ধরে রাখলেন জেমিমা রদ্রিগেজ। শুধু তাই নয়, ১০০ বলের সেই প্রতিযোগিতায় গড়লেন অভাবনীয় নজির। (ছবি সৌজন্যে টুইটার)
3/5বৃহস্পতিবার ‘দ্য হান্ড্রেডে’ ইনভিন্সিবেলসের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৩২ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন নর্দান সুপারচার্জাসের জেমি। স্ট্রাইক রেট ১৬০-র কাছাকাছি ছিল। হাঁকান আটটি চার। (ছবি সৌজন্যে টুইটার @thehundred)
4/5সেই অর্ধশতরানের সঙ্গে ‘দ্য হান্ড্রেডে’ দুর্দান্ত নজির গড়ে ফেলেন জেমিমা। প্রথম খেলোয়াড় হিসেবে চারটি অর্ধশতরান করেন। অন্য কেউ দুটোর বেশি অর্ধশতরান করতেই পারেননি। (ছবি সৌজন্যে টুইটার)
5/5জেমি নজির গড়লেও মহিলা দ্য হান্ড্রেডের শুরুতে উড়ে গিয়েছে তাঁর দল। প্রথমে ব্যাট করে জেমির সৌজন্যে ১০০ বলে পাঁচ উইকেট ১৪৩ রান তোলে নর্দান সুপারচার্জাস। যে রানটা ১৬ বল বাকি থাকতেই তুলে নেয় ইনভিন্সিবেলস। ৪২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংসের জন্য ম্যাচের সেরা হন লরেন উইনফিল্ড-হিল। (ছবি সৌজন্যে টুইটার @thehundred)