দুর্ভাগ্যের শিকার হওয়া কাকে বলে, দ্য হান্ড্রেডের ম্যাচে ক্যাথেরিন ব্রান্টের আউট হওয়া দেখলেই সেটা বোঝা যায়। যদিও এক্ষেত্রে স্ট্রাইকার ন্যাট সিভার ও বোলার অ্যালিস ক্যাপসি ছাড়াও গোটা ওভাল দলের ভাগ্য ভালো বলতে হয়।
বুধবার মেয়েদের দ্য হান্ড্রেডের ম্যাচে সম্মুখসমরে নামে ট্রেন্ট রকেটস ও ওভাল ইনভিন্সিবলস। সেই ম্যাচে নিতান্ত দুর্ভাগ্যজনকভাবে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় ব্রান্টকে।
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ট্রেন্ট রকেটস। প্রথম ইনিংসের ৮৮তম বলে আউট হওয়ার কথা ছিল ন্যাট সিভারের। ক্যাপসির বলে ড্রাইভ শট খেলতে গিয়ে তাঁর দিকেই বল ভাসিয়ে দেন তিনি। অতি সহজ কট অ্যান্ড বোল্ডের সুযোগ ছিল ক্যাপসির সামনে। তবে তিনি বল তালুবন্দি করতে পারেননি। মিস করে বসেন জল-ভাত ক্যাচের সুযোগ।
ঘটনাচক্র ক্যাপসির হাত থেকে বল ছিটকে যাওয়ার পরে তা গিয়ে লাগে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্পে। নন-স্ট্রাইকার ব্যাটার ব্রান্ট ক্রিজের বাইরে ছিলেন। তিনি ঘুরে ক্রিজে ব্যাট ঠেকানোর চেষ্টা করেন বটে, তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ফলে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
ম্যাচে ট্রেন্ট রকেটসকে মাত্র ১ বল বাকি থাকতে ৫ উইকেটে পরাজিত করে ওভাল। শুরুতে ব্যাট করে ট্রেন্ট নির্ধারিত ১০০ বলে ৮ উইকেটে ১১২ রান সংগ্রহ করে। ন্যাট সিভার ৫৯ রানে নট-আউট থাকেন। পালটা ব্যাট করতে নেমে ওভাল ৯৯ বলে ৫ উইকেটের বিনিময়ে ১১৫ রান তুলে ম্যাচ জিতে যায়। সুজি বেটস ৪১ ও মারিজান কাপ ৩৪ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।