বাংলা নিউজ > ময়দান > The Hundred: একেই বলে দুর্ভাগ্য, বোলার ক্যাচ মিস করায় আউট নন-স্ট্রাইকার ব্যাটার, ভিডিয়ো

The Hundred: একেই বলে দুর্ভাগ্য, বোলার ক্যাচ মিস করায় আউট নন-স্ট্রাইকার ব্যাটার, ভিডিয়ো

ক্যাচ মিস করছেন ক্যাপসি। ছবি- স্ক্রিনগ্র্যাব।

আউট হওয়ার কথা ছিল ন্যাট সিভারের, সাজঘরে ফিরতে হয় ক্যাথেরিন ব্রান্টকে।

দুর্ভাগ্যের শিকার হওয়া কাকে বলে, দ্য হান্ড্রেডের ম্যাচে ক্যাথেরিন ব্রান্টের আউট হওয়া দেখলেই সেটা বোঝা যায়। যদিও এক্ষেত্রে স্ট্রাইকার ন্যাট সিভার ও বোলার অ্যালিস ক্যাপসি ছাড়াও গোটা ওভাল দলের ভাগ্য ভালো বলতে হয়।

বুধবার মেয়েদের দ্য হান্ড্রেডের ম্যাচে সম্মুখসমরে নামে ট্রেন্ট রকেটস ও ওভাল ইনভিন্সিবলস। সেই ম্যাচে নিতান্ত দুর্ভাগ্যজনকভাবে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় ব্রান্টকে।

টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ট্রেন্ট রকেটস। প্রথম ইনিংসের ৮৮তম বলে আউট হওয়ার কথা ছিল ন্যাট সিভারের। ক্যাপসির বলে ড্রাইভ শট খেলতে গিয়ে তাঁর দিকেই বল ভাসিয়ে দেন তিনি। অতি সহজ কট অ্যান্ড বোল্ডের সুযোগ ছিল ক্যাপসির সামনে। তবে তিনি বল তালুবন্দি করতে পারেননি। মিস করে বসেন জল-ভাত ক্যাচের সুযোগ।

আরও পড়ুন:- নিউজিল্যান্ডকে হারিয়ে সরাসরি বিশ্বকাপে যাওয়ার রাস্তা চওড়া করল ওয়েস্ট ইন্ডিজ, প্রোটিয়াদের নামতে হতে পারে কোয়ালিফায়ারে

ঘটনাচক্র ক্যাপসির হাত থেকে বল ছিটকে যাওয়ার পরে তা গিয়ে লাগে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্পে। নন-স্ট্রাইকার ব্যাটার ব্রান্ট ক্রিজের বাইরে ছিলেন। তিনি ঘুরে ক্রিজে ব্যাট ঠেকানোর চেষ্টা করেন বটে, তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ফলে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

আরও পড়ুন:- Shane Warne-Gina Stewert: শেন ওয়ার্নের সঙ্গে গোপন সম্পর্কে ছিলেন, দাবি 'ওয়ার্ল্ডস হটেস্ট গ্র্যান্ডমা'র

ম্যাচে ট্রেন্ট রকেটসকে মাত্র ১ বল বাকি থাকতে ৫ উইকেটে পরাজিত করে ওভাল। শুরুতে ব্যাট করে ট্রেন্ট নির্ধারিত ১০০ বলে ৮ উইকেটে ১১২ রান সংগ্রহ করে। ন্যাট সিভার ৫৯ রানে নট-আউট থাকেন। পালটা ব্যাট করতে নেমে ওভাল ৯৯ বলে ৫ উইকেটের বিনিময়ে ১১৫ রান তুলে ম্যাচ জিতে যায়। সুজি বেটস ৪১ ও মারিজান কাপ ৩৪ রান করেন।

বন্ধ করুন