বাংলা নিউজ > ময়দান > The Hundred 2022: শুরুতেই ব্যর্থ স্মৃতি মন্ধানা, সেই ম্যাচেই তৈরি হল ইতিহাস

The Hundred 2022: শুরুতেই ব্যর্থ স্মৃতি মন্ধানা, সেই ম্যাচেই তৈরি হল ইতিহাস

স্মৃতি মন্ধানা। (ছবি সৌজন্যে গেটি ইমেজস)

The Hundred 2022: এবার 'দ্য হান্ড্রেড'-র প্রথম ম্যাচে ব্যাট হাতে স্মৃতি মন্ধানা দাগ কাটতে পারলেন না। তবে জিতল তাঁর দল। তারইমধ্যে শতরানের সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় অস্ট্রেলিয়ার তারকা বেথ মুনির।

'দ্য হান্ড্রেড'-র প্রথম ম্যাচে সেভাবে ছাপ ফেলতে পারলেন না স্মৃতি মন্ধানা। ১৪ বলে ১৯ রান করে আউট হয়ে গেলেন ভারতীয় তারকা। তবে তাঁর দল সাউর্দান ব্রেভ সহজ জয় পেল। তারইমধ্যে এই প্রথম মহিলা 'দ্য হান্ড্রেড'-র কোনও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৩০০-র বেশি রান উঠল।

শুক্রবার সাউহ্যাম্পটনে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লন্ডন স্পিরিট। লন্ডনের শুরুটা মন্দ হয়নি। তবে গ্রেশ স্ক্রিভেনস আউট হওয়ার পর লন্ডন যেন অন্য পর্যায়ে চলে যায়। অস্ট্রেলিয়ান তারকা বেথ মুনির তাণ্ডবে দ্বিতীয় উইকেট ৫৩ বলে ৮৭ রান যোগ করে লন্ডন। কিন্তু ৭৯ তম বলে অ্যামেলিয়া কেরি আউট হওয়ার পর লন্ডনের ছন্দপতন হয়। 

আরও পড়ুন: The Hundred: কারও দুটির বেশি নেই, জেমিমা একাই করলেন ৪ হাফ-সেঞ্চুরি, দুর্দান্ত নজির

শতরানের সুবর্ণ সুযোগ থাকলেও অল্পের জন্য তা হাতছাড়া হয় অজি তারকার। লন্ডনের পরপর উইকেট পড়তে থাকার মধ্যে অজি তারকা শেষ ১২ বলে মাত্র ২০ রান করতে পারেন। শেষপর্যন্ত ৫৫ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। ১৬ টি চার এবং একটি ছক্কা হাঁকান। সেই ইনিংসের সৌজন্যে ১০০ বলে ১৫৫ রান তোলে লন্ডন। ২০ বলে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন সাউদার্নের আমান্ডা-জেড ওয়েলিংটন। 

আরও পড়ুন: মেয়েদের IPL-এর দিনক্ষণ ঠিক করে ফেলেছে BCCI, কবে থেকে শুরু হবে টুর্নামেন্ট?

সেই রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে সাউদার্ন। ড্যানি ওয়াটের বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৬ বলে ৬২ রান তুলে ফেলে। তারইমধ্যে নিজের অবিশ্বাস্য টাইমিংয়ের ঝলক দেখান মন্ধানা। তবে ৩৭ তম বলেই আউট হয়ে যান। ১৪ বলে ১৯ রান করেন তিনি। তারপর সাউদার্নকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সোফিয়া ডানক্লেরা। ২৪ বলে ৩৪ রানে অপরাজিত থেকে ছয় বল বাকি থাকতেই ছয় উইকেট সাউদার্নের জয় নিশ্চিত করেন তিনি। ৩৪ বলে ৬৫ রানের সৌজন্যে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ড্যানি।

বন্ধ করুন