টি-২০ ক্রিকেটের থেকেও ছোট ফর্ম্যাট, তাই ইসিবির ১০০ বলের ক্রিকেটকে নিছক ব্যাটসম্যানদের খেলা বলেই ধরে নেওয়া হয়। তবে ওর্ল্ড ট্র্যাফোর্ডে ব্যাটসম্যানদের খেলায় চোখে পড়ল বোলারদের দাপট। ম্যাঞ্চেস্টার অরিজিনালস বনাম ওয়েলস ফায়ার ম্যাচে ছড়ি ঘোরালেন দু'দলের বোলাররাই। যদিও শেষমেশ ম্যাচে হার মানতে হয় ওয়েলসক।
উল্লেখযোগ্য বিষয় হল, দ্য হান্ড্রেডের ১৬তম লিগ ম্যাচে ব্যক্তিগত পারফর্ম্যান্সে নজর কাড়লেন একাধিক ক্রিকেটার, যাঁদের মধ্যে আইপিএল তারকারাও রয়েছেন। বিশেষ করে কেকেআরের আন্দ্রে রাসেল ও মুম্বই ইন্ডিয়ান্সের ত্রিস্তান স্টাবসের কথা উল্লেখ করতেই হয়। তবে ওয়েলসের জ্যাক বল ও ম্যাঞ্চেস্টারের সিয়ান অ্যাবট বল হাতে ছাপিয়ে যান নিজেদের।
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ম্যাঞ্চেস্টার। তারা নির্ধারিত ১০০ বলে ৯ উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে। ফিল সল্ট ৩৮, জোস বাটলার ২৯, আন্দ্রে রাসেল ১৭ ও ত্রিস্তান স্টাবস ১৩ রান করেন। ওয়েলসের জ্যাক বল ২৯ রানে ৪ উইকেট দখল করেন। ১৭ রানে ২টি উইকেট নেন অ্যাডাম জাম্পা। ৩০ রানে ২টি উইকেট নিয়েছেন ডোয়েন প্রিটোরিয়াস।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েলস ফায়ার ৮৯ বলে ১০২ রানে অল-আউট হয়ে যায়। ঘরের মাঠে ৪৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ম্যাঞ্চেস্টার। বেন ডাকেট ২৫, প্রিটোরিয়াস ২৯ ও জো ক্লার্ক ১০ রান করেন। ডেভিড মিলার-সহ দলের বাকিরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
সিয়ান অ্যাবট মাত্র ৮ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। সঙ্গে তিনটি ক্যাচও ধরেন তিনি। তাই ম্যাচের সেরার পুরস্কার ওঠে তাঁর হাতেই। এছাড়া ৬ রানে ২টি উইকেট নেন স্টাবস। রাসেল ১৩ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন। ১টি করে উইকেট নিয়েছেন ম্যাট পারকিনসন, টম হার্টলি ও মিচেল স্ট্যানলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।