মইন আলি এবং লিয়াম লিভিংস্টোনের ঝড়ো হাফসেঞ্চুরি আর বার্মিংহ্যাম ফিনিক্সের আগুনে মেজাজ, যার জেরে মরশুমে প্রথম বার পরাজয়ের স্বাদ পেতে হল ট্রেন্ট রকেটসকে। ১৪ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নল ফিনিক্স। একেবারে ফিনিক্স পাখির আগুনে পুড়ে চাই হয়ে গেল ট্রেন্ট।
দ্য হান্ড্রেডের ম্যাচে টসে জিতে ট্রেন্ট রকেটসকে প্রথমে ব্যাট করতে পাঠায় ফিনিক্স। ব্য়াট করতে নেমে শুরু থেকেই নড়বড় করছিল ট্রেন্ট। ৫২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসেছিল ট্রেন্ট রকেটস। আটে নেমে ড্যানিয়েল স্যামস ২৫ বলে অপরাজিত ৫৫ রানের অনবদ্য ইনিংসটি না খেললে হয়তো, আরও ল্যাজেগোবরে হতে হত ট্রেন্টকে।
আরও পড়ুন: পাক বোলারের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগ স্টোইনিসের, শাস্তি পেতে পারেন অজি তারকাই
এ ছাড়া অধিনায়ক লিউস গ্রেগরি ২২ বলে ৩৫ করে অপরাজিত থাকেন। এর বাইরে বাকিরা কেউ ১৫ রানের গণ্ডিই টপকাতে পারেননি। ফিনিক্সের বেনি হাওয়েল একাই তিন উইকেট নেন। এ ছাড়া মইন আলি, ইমরান তাহির এবং টম হেলম ১টি করে উইকেট নিয়েছেন। নির্দিষ্ট ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১৪৫ করে ট্রেন্ট রকেটস।
আরও পড়ুন: বাবা ২২ গজে ঝড় তুলছেন, আর ড্রেসিংরুমে উচ্ছ্বাসে নাচছেন পূজারার মেয়ে- ভিডিয়ো
রান তাড়া করতে নেমে প্রথমেই বড় ধাক্কা খায় ফিনিক্স। দলের ২ রানে প্রথম উইকেট তারা হারায়। আর ২৫ রানের মাথায় হারায় দ্বিতীয় উইকেট। তবে শক্ত হাতে হাল ধরেন মইন আলি এবং লিয়াম লিভিংস্টোন। দু'জনেই হাফ সেঞ্চুরি করেন। ২৮ বলে ৫২ করে মইন আলি আউট হলেও, লিভিংস্টোন ৩২ বলে ৫১ করে অপরাজিত থাকেন। ৮৬ বলে ৩ উইকেট হারিয়ে ১৪৯ করে ফেলে ফিনিক্স। ৭ উইকেটে তারা ম্যাচটি জিতে যায়। ৩ উইকেটই নিয়েছেন ট্রেন্টের লিউক উড। এ দিকে এই নিয়ে টানা তিনটি ম্যাচে জয় পেল বার্মিংহ্যাম ফিনিক্স।