নাটিংহ্যামে একদিকে যেমন দাপট দেখাল ট্রেন্ট রকেটসের ছেলেদের টিম, অন্য দিকে একই দিনে দুরন্ত জয় ছিনিয়ে নিল মেয়েরাও। দ্য হান্ড্রেডে একেবারে যেন উড়ছে রকেটস। ওয়েলশ ফায়ারের বিরুদ্ধে রকেটসের ছেলেরা জিতলেন ২৯ রানে। সেই ওয়েলশ ফায়ারকেই আবার ৮ উইকেটে উড়িয়ে দিল ট্রেন্ট রকেটসের মেয়েদের দলও।
ছেলেদের ম্যাচে ট্রেন্ট রকেটস টসে হেরে প্রথমে ব্যাট করতে নামেন। ওপেন করতে নেমে ডেভিড মালান বিধ্বংসী মেজাজে ৩৭ বলে ৫৮ রান করেন। এই সিরিজে এই নিয়ে মোট ৪টি হাফ সেঞ্চুরি করে ফেলল। আর এক ওপেনার অ্যালেক্স হিল ২৯ বলে ৩৮ করেছেন। এ ছাড়া ড্যানিয়েল স্যামস করেছেন ১৪ বলে ৩১ রান। এবং কলিন মুনরো ১১ বলে ২২ করেছেন। ১০০ বলে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানের বড় স্কোর করে ট্রেন্ট রকেটস।
আরও পড়ুন: স্মৃতি ঝড়ে উড়ল না রকেটস, ১০ উইকেটে বড় জয় ব্রেভের
জবাবে ব্যাট করতে নেমে লড়াই করলেও নির্দিষ্ট ১০০ বল খেলে ৬ উইকেটে ১৪৩ রানেই শেষ হয়ে যায় ওয়েলশ ফায়ারের রেকর্ড। ম্যাট ক্রিচলি ৩৫ বলে ৫৫ রানের দুরন্ত ইনিংস খেলেও শেষ রক্ষা করতে পারেননি। বেন ডকেট আবার ২১ বলে ২৫ করেছেন। বাকিরা অবশ্য কেউ রানের গণ্ডি টপকাননি। রকেটসের স্যাম কুক, সামিত প্যাটেল এবং তাবিরেজ শামসি ২টি করে উইকেট নিয়েছেন। ২৯ রানে ম্যাচটি জিতে যায় ট্রেন্ট রকেটস।
আরও পড়ুন: The Hundred-এ লিভিংস্টোনই প্রথম এই মাইলস্টোন টপকালেন, ব্যর্থ হল নারিনের লড়াই
এ দিকে মেয়েদের ম্যাচেও টসে জেতে ওয়েলশ ফায়ার। তবে তারা প্রথমে ব্যাটিং নেয়। আর প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েলশ। ৩০ রানেক গণ্ডিও কেউ টপকাতে পারেননি। নিকোলা কেরি সর্বোচ্চ ২৯ বলে ২৭ রান করেছেন। সারা ব্রাইস ২৬ বলে ২৩ করেছেন। এ ছাড়া ট্যামি বিউমন্ট ৬ বলে ১৬ এবং লউরেন ফাইলার ১১ বলে ১৪ করেছেন। বাকিরা দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি।রকেটসের ব্রায়নি স্মিথ, ক্যাথরিন ব্রান্ট, ন্যাট সাইভার ২টি করে উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে রকেটসের অধিনায়ক এলিস ভিলানির অপরাজিত ৪০ বলে ৫৫ রান এবং মিগনন ডু প্রিজের ২০ বলে ৩২ রানের হাত ধরে ১৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় ট্রেন্ট রকেটস। ৮২ বলে ২ উইকেটে ১০২ রান করে রকেটস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।