বাংলা নিউজ > ময়দান > The Hundred: ২৫ বলে ১০টি বাউন্ডারি মারলেন স্মৃতি মন্ধনা, রান পেলেন না জেমিমা

The Hundred: ২৫ বলে ১০টি বাউন্ডারি মারলেন স্মৃতি মন্ধনা, রান পেলেন না জেমিমা

স্মৃতি মন্ধনা। ছবি- টুইটার।

দ্য হান্ড্রেডে ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতের আগ্রাসী ওপেনার।

দ্য হান্ড্রেডে নিজের প্রথম ম্যাচে লন্ডন স্পিরিটের বিরুদ্ধে ১৯ রান করে আউট হয়েছিলেন স্মৃতি মন্ধনা। তবে দ্বিতীয় ম্যাচে ওভাল ইনভিন্সিবলসের বিরুদ্ধে বড় রানের মুখ দেখলেন ভারতের আগ্রাসী ওপেনার। যদিও অল্পের জন্য ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি হাতছাড়া হয় বাঁ-হাতি তারকার।

অন্যদিকে জেমিমা রডরিগেজ নিজের প্রথম ম্যাচে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেছিলেন। ওভালের বিরুদ্ধে ৫১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে রান পেলেন না ভারতীয় তারকা।

রবিবার ওভালের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মন্ধনা ১০টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৪৬ রান করে আউট হন। তাঁর দল সাদার্ন ব্রেভ নির্ধারিত ১০০ বলে ৮ উইকেটে ১৫৩ রান তোলে। ড্যানি ওয়াট ১৪, সোফিয়া ডাঙ্কলি ১৩, জর্জিয়া অ্যাডামস ১৮ ও ফ্রেয়া কেম্প ২৪ রান করেন। তালিয়া ম্যাকগ্রা ৫ রান করে সাজঘরে ফেরেন।

আরও পড়ুন:- চুক্তিও করবে না, অন্য কোথাও খেলতেও দেবে না, মামার বাড়ির আব্দার? লিনকে বোর্ডের বিরুদ্ধে আদালতে যাওয়ার পরামর্শ চ্যাপেলের

পালটা ব্যাট করতে নেমে ওভাল ১০০ বলে ৭ উইকেটের বিনিময়ে ১৪১ রানে আটকে যায়। ১২ রানে ম্যাচ জেতে সাদার্ন ব্রেভ। ১৬ রানে ২ উইকেট নেন অ্যাডামস। তিনি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

অন্য ম্যাচে লন্ডন স্পিরিটের বিরুদ্ধ নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে ব্যাট করতে নেমে মাত্র ২ রানে আউট হন জেমিমা। তাঁর দল ১০০ বলে ৪ উইকেটের বিনিময়ে ১২৭ রান তোলে। বেস হিথ ৫৭, অ্যালিসা হিলি ২২ ও লরা উলভার্ট ২৪ রান করেন।

আরও পড়ুন:- Pujara Breaks Sangakkara's Record: আদা জল খেয়ে সাঙ্গাকারার পিছনে লেগেছেন পূজারা, কাউন্টিতে ফের ভাঙলেন কিংবদন্তির রেকর্ড

জবাবে লন্ডন ৭ উইকেটে ১২২ রানে আটকে যায়। ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে সুপারচার্জার্স। বেথ মুনি ৩০, অ্যামেলিয়া কের ১৬ ও সোফি লাফ ৩৯ রান করেন। ম্যাচের সেরা হন হিথ।

বন্ধ করুন