বাংলা নিউজ > ময়দান > বৃষ্টিতে খেলা এক ঘণ্টা নষ্ট হলে,তবেই যাবে রিজার্ভ ডে-তে,নতুবা নয়- স্পষ্ট করল ICC

বৃষ্টিতে খেলা এক ঘণ্টা নষ্ট হলে,তবেই যাবে রিজার্ভ ডে-তে,নতুবা নয়- স্পষ্ট করল ICC

ভারতকে কি জিততে পারবে?

২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে আছে। কিন্তু উপলব্ধ তথ্য অনুযায়ী, বৃষ্টির কারণে খেলায় এক ঘণ্টার বেশি সময় নষ্ট হলে, তবেই এটি কার্যকর করা হবে। তবে এখনও পর্যন্ত আবহাওয়ার কারণে খেলার এক মিনিটও সময় নষ্ট হয়নি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত বর্তমানে মারাত্মক চাপে রয়েছে। তাদের জিততে হলে ওভালে রেকর্ড ৪৪৪ রান তাড়া করতে হবে। লক্ষ্যে পৌঁছতে গোটা একদিন এবং একটি সেশন পাবেন রোহিতরা। আর অস্ট্রেলিয়ার লক্ষ্য থাকবে প্রথম ইনিংসের মতো দ্রুত ভারতকে অলআউট করা।

আপাতত যা পরিস্থিতি, তাতে বর্তমানে তিনটি ফলাফলই সম্ভব- একটি ভারতের জয়, যেটা বেশ কঠিন। ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর তৃতীয়টি, অস্ট্রেলিয়ার জয়। যে ফলাফলটা ভারতের ক্রিকেট ভক্তরা কোনও ভাবেই চাইবেন না।

আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে T20 Series-এ দলে ফিরতে মরিয়া বুমরাহ- বড় আপডেট দিলেন কার্তিক

২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে আছে। কিন্তু উপলব্ধ তথ্য অনুযায়ী, বৃষ্টির কারণে খেলায় এক ঘণ্টার বেশি সময় নষ্ট হলে, তবেই এটি কার্যকর করা হবে। তবে এখনও পর্যন্ত আবহাওয়ার কারণে খেলার এক মিনিটও সময় নষ্ট হয়নি। আর ম্যাচ ড্র হলে, সে ক্ষেত্রে ট্রফি ভাগাভাগি হয়ে যাবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারত প্রথম ইনিংসে ১৭৩ রান পিছিয়ে ছিল। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৮০ রান করে ডিক্লেয়ার করে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। লক্ষ্যে পৌঁছতে গোটা একদিন এবং একটি সেশন পাবেন রোহিতরা। আর অস্ট্রেলিয়ার লক্ষ্য থাকবে প্রথম ইনিংসের মতো দ্রুত ভারতকে অলআউট করা।

আরও পড়ুন: রাহানে-শার্দুল জুটি টপ অর্ডারকে বড় বার্তা দিয়েছে- রোহিত, কোহলিকে চিমটি সৌরভের

শনিবার চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ৩৭৪ রানে এগিয়ে ছিল অজিরা। লাঞ্চের এক ঘন্টা পরে সেই লিড বাড়িয়ে ৪৪৩ করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সপ্তম উইকেটে ৯৩ রান যোগ করেন অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্ক। ৫৭ বলে ৪১ রান করে আউট হন অজি পেসার। ৬৬ রানে অপরাজিত থাকেন ক্যারি। কামিন্স আউট হওয়া মাত্র ইনিংস ডিক্লেয়ার করা হয়।

ভাবা হচ্ছিল সাড়ে চারশো লিড নেওয়ার পর হয়তো ইনিংস ঘোষণা করবেন কামিন্স। কিন্তু ভারতকে অলআউট করার জন্য সাড়ে চারখানা সেশন হাতে রাখলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। এত বড় রান তাড়া করে ভারত জিততে পারলে, সেটা রেকর্ড হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।