২০২৩ জানুয়ারিতে যুব বিশ্বকাপ আয়োজিত হলেও, সেটা হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। এমনটাই জানিয়ে দিয়েছে আইসিসি। আইসিসি-র চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালারডিস দাবি করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বোর্ড মিটিংয়ে ঠিক হয়ে যাবে, আয়োজক দেশের নাম। পরবর্তী বিশ্বকাপের (২০২৪-'২৭) আয়োজক দেশগুলির নাম ঠিক হতে পারে জুলাই মাসে।
চলতি বছরের শুরুতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় যুব দল। মার্চেই বসছে আইসিসি মহিলা বিশ্বকাপের আসর। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। সেই রেশ কাটতে না কাটতে নতুন বছরে ফের আয়োজিত হবে অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ। তবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে।
এই প্রথম বার অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। উদ্বোধনী আসর বাংলাদেশে বসতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। আইসিসির সিইও আশা প্রকাশ করেছেন যে, মেয়েদের ক্রিকেটের শক্তিশালি সাপ্লাই লাইন তৈরি করবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকায়। সুতরাং মেয়েদের কুড়ি-বিশের বিশ্বকাপের ঠিক আগে অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। উল্লেখ্য, ২০২৩ সালে ভারতে আয়োজিত হবে ছেলেদের ওয়ান ডে বিশ্বকাপ। সুতরাং, একটানা বেশ কয়েকটি আইসিসি ইভেন্ট আয়োজিত হবে ২০২২ এবং ২০২৩ সালে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।