প্রথম দিনের শুরু থেকেই ট্র্যাকে আগুন ঝরাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। ভারতের রিলে টিমতো তাদের সকলের মধ্যে সেরা। পাটিয়ালার নেতাজি সুভাষ ন্যাশানাল ইনস্টিটিউট অফ স্পোর্টসে অনুষ্ঠিত হচ্ছে ৬০তম ন্যাশানাল ইন্টার স্টেট অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের আসর। সেখানেই পুরুষদের 4x400 মিটার রিলেতে টোকিও অলিম্পিক্সের আশা বাঁচিয়ে রাখলেন মহম্মদ আনাস, অমোজ জেকব, আরোকিয়া রাজীব এবং নোহা নির্মল টম। রেকর্ড 3:01.89 মিনিটের মধ্যে তারা হিট রাউন্ড শেষ করে। যা এক কথায় অসাধারণ।
Road to Tokyo অর্থাৎ টোকিও যাওয়ার পথ এখনও তাদের সামনে খোলা রয়েছে। ভারতের পুরুষ রিলে দল টোকিও অলিম্পিক্সের দৌড়ে এখনও পর্যন্ত ১৩তম স্থান অর্জন করেছে। ২৯শে জুন প্রতিযোগিতার ফাইনালে নিজেদের সবটা দিয়ে মাঠে নামবে ভারতীয় পুরুষদের রিলে দল। মনে করা হচ্ছে মহম্মদ আনাসরা ভারতীয় দলকে একটা দুর্দান্ত শুরু দেবে। তবে আনাসকে কঠিন লড়াই দিতে প্রস্তুত থাকবেন হরিয়ানার অমিত বালওয়ানরা।
অন্যদিকে শনিবার নিজেদের ইভেন্টে নামতে চলেছেন হিমা দাসরা। তবে এর আগে হিমা দাস, অর্চনা সুসিন্ত্রান, ধনলক্ষ্মী ও দ্যুতি চাঁদরা 4x100 মিটারে অনন্য নজির গড়েছেন। ২৯শে জুন তাঁদের সামনে আবারও রেকর্ড গড়ার সুযোগ থাকবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।