বাংলা নিউজ > ময়দান > ওভালে প্রথম ইনিংসে দুশোর কমে অল আউট ভারত, বিরাটরা পারবেন ১৯৮১'র স্মৃতি ফেরাতে?

ওভালে প্রথম ইনিংসে দুশোর কমে অল আউট ভারত, বিরাটরা পারবেন ১৯৮১'র স্মৃতি ফেরাতে?

রবিসনের বলে আউট হন বিরাট। ছবি: এএনআই

বৃহস্পতিবার ওভালের প্রথম ইনিংস মিলিয়ে ভারত এই নিয়ে ইংল্যান্ডের মাটিতে ১১ বার ২০০ রানের নীচে অল আউট হয়ে গেল। এই ১১ বারের মধ্যে ১০ বার ভারতকে হারের মুখ দেখতে হয়েছে। একবার ১৯৭৯ এর লর্ডস টেস্ট ড্র হয়েছে। একমাত্র ১৯৮১ সালে শেষ বার প্রথম ইনিংসে ভারত ২০০ রানের কম করার পরেও ব্রিটিশদের হারিয়েছিল।

শুভব্রত মুখার্জি: ওভালের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ভারত মাত্র ১৯১ রান করেই অল আউট হয়ে গিয়েছে। একটা সময় যখন মনে হয়েছিল ভারত হয়ত ১৫০ রানের গন্ডি টপকাতে পারবে না, ঠিক তখন ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ধরা দেন শার্দুল ঠাকুর। মূলত তাঁর ৫৭ রান এবং বিরাট কোহলির ৫০ রানের ইনিংসে ভর করেই ভারত তাও কিছুটা লড়াইয়ের জায়গায় পৌঁছাতে পেরেছে। তবু তারা প্রথম ইনিংসে ২০০ রানের গন্ডি টপকাতে পারেনি। পরিসংখ্যান বলছে, এই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অতীতে একেবারেই সুবিধা করে উঠতে পারেনি। একমাত্র ১৯৮১ সালে শেষ বার প্রথম ইনিংসে ভারত ২০০ রানের কম করার পরেও ব্রিটিশদের হারিয়েছিল।

আজ প্রথম থেকে ভারতীয় ব্যাটসম্যানদের ওভালের পিচে নড়বড়ে দেখিয়েছে। পিচে সেই রকম জুজু না থাকলেও একের পর এক ব্যাটসম্যান সাজঘরে ফিরে গিয়েছেন দ্রুততার সঙ্গে। যখন মনে হচ্ছিল তাঁরা ক্রিজে বুঝি এ বার সেট হয়ে গেলেন, তার কয়েক মূহুর্ত পরেই তাঁরা আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। শার্দুলের এই মারকুটে ইনিংসটি করতে না পারলে ভারত একেবারেই সুবিধাজনক অবস্থানে থাকত না।

উল্লেখ্য, বৃহস্পতিবার ওভালের প্রথম ইনিংস মিলিয়ে ভারত এই নিয়ে ইংল্যান্ডের মাটিতে ১১ বার ২০০ রানের নীচে অল আউট হয়ে গেল। এই ১১ বারের মধ্যে ১০ বার ভারতকে হারের মুখ দেখতে হয়েছে। একবার টেস্ট ড্র হয়েছে। সেটি ছিল ১৯৭৯ এর লর্ডস টেস্ট। তবে সেই ম্যাচটি বৃষ্টিবিঘ্নিত ছিল।

রেকর্ড বইয়ের পাতা ঘাটলে দেখা যাবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২০০ রানের নিচে অল আউট হয়েও ভারত শেষ বার তাদের বিরুদ্ধে টেস্ট জিতেছিল ১৯৮১ সালে। সে বার টেস্ট ম্যাচ খেলা হয়েছিল মুম্বইয়ে। ভারত প্রথম ইনিংসে ১৭৯ রানে অল আউট হয়ে যায়। জবাবে ইংল্যান্ড মাত্র ১৬৬ রানেই অলআউট হয়। ফলে ১৩ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ভারত ২২৭ রান করে। ২৪১ রানের জয়ের লক্ষমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড সে বার ১০২ রানেই অল আউট হয়ে গিয়েছিল। ফলে ভারত ১৩৮ রানে ম্যাচটি জিতেছিল। বিরাট বাহিনী ওভালের মাঠে এখন সেই ১৯৮১ সালের মুম্বইয়ের স্মৃতি ফেরাতে পারেন কিনা তার অপেক্ষাতে ভারতের আপামর সমর্থকরা!

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.