বাংলা নিউজ > ময়দান > দক্ষিণ আফ্রিকায় করা ভুল রিপিট করেনি- কী নিয়ে বলছেন বীরু?

দক্ষিণ আফ্রিকায় করা ভুল রিপিট করেনি- কী নিয়ে বলছেন বীরু?

সেহওয়াগের গলায় দুই ভারতীয় ক্রিকেটারের প্রশংসা

বীরু বলেন, ‘দক্ষিণ আফ্রিকাতে যেই ভুলটা করেছিল সেটা এখানে করেনি। সূর্যকুমার যাদব এবং দীপক হুডা দুর্দান্ত সংযম দেখিয়েছেন এবং খেলাটি শেষ করেছিলেন। এটাই আমরা দক্ষিণ আফ্রিকায় আমাদের মিডল-অর্ডার এবং লোয়ার মিডল-অর্ডার ব্যাটারদের থেকে দেখতে পাইনি।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে যে ভুল টিম ইন্ডিয়া করেছিল সেটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধের ম্যাচে করেনি ভারত। যদি সেই ভুল রোহিত শর্মারা এখানে করতেন তাহলে ভুগতে হত। টিম ইন্ডিয়াকে এক প্রকার সতর্ক করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। তবে এর পাশাপাশি সূর্যকুমার যাদব ও দীপক হুডার প্রশংসাও করলেন বীরু। গত মাসেই একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ হোয়াইটওয়াশ হয়েছিল লকেশ রাহুলের টিম ইন্ডিয়া। সেই সিরিজে ভারতের মিডল অর্ডার ও লোয়ার মিডল ওর্ডার ব্যাটারদের ব্যর্থতাতেই হারতে হয়েছিল ভারতকে। সেই পারফরমেন্স নিয়ে এদিনের পারফরমেন্সকে তুলনা করলেন সেহওয়াগ। 

আমদাবাদে প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭৭ রান তাড়া করতে নেমে এদিনও মিডিল ওর্ডারে বিরাট কোহলি ও ঋষভ পন্ত তারাতারি আউট হয়ে যান। ফলে একটা সময় চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে সূর্যকুমার যাদব ও দীপক হুডা দারুণ পারফর্ম করে ভারতকে ম্যাচে ফেরায়। তবে এই দুই ক্রিকেটার ব্যর্থ হলে চাপে পড়ে যেত টিম ইন্ডিয়া। আর সেই কারণেই রোহিত শর্মাকে সতর্ক করলেন বীরু।

বীরু বলেন, ‘ঋষভ পন্ত দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়ে যান। খুব কমই এমন হয় যে একজন ব্যাটার একটি নিখুঁত স্ট্রেট ড্রাইভে আঘাত করে এবং নন-স্ট্রাইকার তার কারণে রান আউট হয়ে যায়। সেই মুহূর্তে, মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ ফিরে আসবে, কারণ ভারতের মিডল অর্ডার অনভিজ্ঞ।’ তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকাতে যেই ভুলটা করেছিল সেটা এখানে করেনি। সূর্যকুমার যাদব এবং দীপক হুডা দুর্দান্ত সংযম দেখিয়েছেন এবং খেলাটি শেষ করেছিলেন, এটাই আমরা দক্ষিণ আফ্রিকায় আমাদের মিডল-অর্ডার এবং লোয়ার মিডল-অর্ডার ব্যাটারদের থেকে দেখতে পাইনি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.