শুভব্রত মুখার্জি: টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই নিউজিল্যান্ড সফরে এসেছে ভারতীয় দল। ভারতীয় সিনিয়র দলের নিয়মিত হেড কোচ রাহুল দ্রাবিড় এই সফরে আসেননি। তাঁর পরিবর্তে এই সফরে ভারতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ভিভিএস লক্ষ্মণ। আর লক্ষ্মণের অধীনে ভারতীয় দলের টি-২০ ব্যাটিং ধরণে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। কিউয়ি ভূমে ভয়ডরহীন ব্যাটিং করার ইঙ্গিত দেওয়া হয়েছে কোচ ভিভিএস লক্ষ্মণের তরফে।
আরও পড়ুন… আর্শদীপ প্রতিভাবান, তবে আক্রমের সঙ্গে অহেতুক তুলনা চাপ বাড়াবে: জন্টি রোডস
নিউজিল্যান্ড সিরিজের আগে মিডিয়ার মুখোমুখি হয়ে লক্ষ্মণ জানিয়েছেন, ‘সাদা বলের ক্রিকেটের আমাদের দরকার স্পেশালিস্ট ক্রিকেটার। আগামী দিনে টি-২০ ক্রিকেটেও আপনি দেখতে পাবেন যারা এই ফর্ম্যাটে স্পেশালিস্ট তাঁরাই খেলবে। বছরের পর বছর টি-২০ ক্রিকেট বারবার আমাদের সামনে এটাই তুলে ধরেছে যে আমাদের মাল্টি ডাইমেনশনাল ক্রিকেটার প্রয়োজন।’ শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০'র আগে এমনটাই জানিয়েছেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ।
আরও পড়ুন… ছত্তিশগড়িয়া অলিম্পিক্স কি মৃত্যুর আখড়া? মারা গেলেন আরও এক কাবাডি খেলোয়াড়
তিনি আরও যোগ করে বলেন, ‘আমাদের কাছে এমন বোলাররা রয়েছেন যারা বলটা করার পাশাপাশি ব্যাটিংটাও করতে পারেন। আমাদের এমন ব্যাটাররা রয়েছেন যারা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও করতে পারেন। এর ফলে দলে গভীরতা যুক্ত হয়। ব্যাটাররাও অনেক স্বাধীনভাবে ব্যাটিংটা করতে পারে। আমি মনে করি এখন এই মুহূর্তে এটাই দরকার। আমার মনে হয় একাধিক দল এই ধরনের মাল্টি ডাইমেনশনাল ক্রিকেটারকেই ভবিষ্যতে দলে বেশি বেশি করে নির্বাচন করবে।’
ভিভিএস লক্ষ্মণের মতে, ‘টি-২০ ক্রিকেটে যেটা সবথেকে দরকার তা হল স্বাধীনতা। স্বাধীনভাবে এখানে ব্যাটারদের খেলতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। ভাবনা চিন্তা খুব পরিষ্কার থাকতে হবে। আর সেটা হলেই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁরা উন্নতি করতে পারবে। আমি এটাই হতে দেখেছি। স্বাধীনভাবে খেলতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। পরিস্থিতি বিচার করতে হবে। দলের প্রয়োজন পূরণ করতে হবে।’