ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে জয়ের পর, ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর ভারতীয় পেসার মহম্মদ সিরাজের প্রশংসা করেন। তিনি বলেন সিরাজ সম্পূর্ণ হৃদয় দিয়ে বল করেন। এছাড়াও সিরাজকে চিন্তাশীল বোলার হিসাবে বর্ণনা করেছেন গাভাসকর। আমদাবাদে খেলা প্রথম ম্যাচে শাই হোপের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন সিরাজ। ম্যাচের পর মহম্মদ সিরাজের ভূয়সী প্রশংসা করেন সুনীল গাভাসকর। তিনি বলেন, ‘ও খুব ভালো করেছে। সে নিজের খেলার উন্নতি করছেন। সে সবসময় মন দিয়ে বোলিং করে। আপনারা নিশ্চই দেখেছেন যে, সে নিজের প্রথম বলটি যেভাবে করেন ঠিক একই শক্তিতে সে নিজের শেষ বলটিও করেন। প্রত্যেক অধিনায়ক এটাই চায় যে, দলে এমন কেউ থাকুক যিনি প্রতিবার নিজের ১০০ শতাংশ দিতে পারেন।’
কিংবদন্তি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের তৃতীয় ওভারে সিরাজের ফিরে আসার বিষয়ে আলোকপাত করেছেন। সিরাজ পরপর দুটি চার হজম করেছিলেন। এরপর হোপকে তিনি স্ক্র্যাম্বল-সিম ডেলিভারি করেন। গাভাসকর বলেন, ‘আপনি দেখতে পেয়েছেন যে... প্রথম দুটি বলে সে দুটি চার হজম করেছিলেন, সেগুলিই এমন ডেলিভারি ছিল যেখানে তিনি (ব্যাটসম্যানের কাছ থেকে) দূরে যাওয়ার চেষ্টা করেছিলেন। তার দুটি স্লিপ পজিশন নেন তাই ভাবনাটা ভালো ছিল... বলটা যদি আরেকটু বাউন্স করত তাহলে ক্যাচটা দ্বিতীয় স্লিপে চলে যেত। এরপর তিনি একটি স্ক্র্যাম্বল সিম ডেলিভারি করেন এবং ব্যাটসম্যানকে আউট করেন। সে একজন চিন্তাশীল বোলার।’
গাভাসকর মনে করেন যে সিরাজ যত বেশি ভারতের সিনিয়র পেস জুটি মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহের সঙ্গে বোলিং করবেন, ততই তার জন্য ভালো হবে। গাভাসকর বলেন, ‘তিনি জসপ্রীত বুমরাহ বা মহম্মদ শামির সঙ্গে যত বেশি বোলিং করবেন তত ভালো। তবে দুজনেই এই মুহূর্তে দলে নেই…কিন্তু যখন তিনি বোলিং করেন তখন উভয়েই মিড-অফ এবং মিড-অনে দাঁড়িয়ে ফিল্ডিং থাকেন, ফলে সব সময় সিরাজের সঙ্গে তারা কথা বলেন। একজন তরুণ বোলারের জন্য এটা খুব ভালো। প্রতি বলে দুই শীর্ষ বোলার তার সাথে কথা বলে। এটা তাকে সময়ের সঙ্গে সঙ্গে ভালো থেকে আরও ভালো করতে সাহায্য করবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।