বাংলা নিউজ > ময়দান > ম্যাচ শুরুর আগেই পিচ নিয়ে অজিদের খোঁচা দিলেন কেএস ভরত

ম্যাচ শুরুর আগেই পিচ নিয়ে অজিদের খোঁচা দিলেন কেএস ভরত

ভারতের উইকেটরক্ষক কেএস ভরত (ছবি-পিটিআই)

কেএস ভরত জানিয়েছেন , ‘দিল্লি টেস্টে আমি যা (ব্যাটিং, কিপিংয়ে) করেছি তাতে আমি খুশি। আমার কাজ ছিল সবকিছু সহজ, সরলভাবে করে যাওয়া। নিজের ডিফেন্সকে ব্যাক করাই ছিল আমার কাজ। আর আমি সেটাই করেছি। এখানকার উইকেট মোটেও খেলার অযোগ্য নয়‌। এখানে নিজেকে সঠিকভাবে সঠিক পদ্ধতি প্রয়োগ করে খেলতে হবে।’

শুভব্রত মুখার্জি: বর্ডার-গাভাসকর ট্রফিতে ইতিমধ্যেই দুটি টেস্ট খেলা হয়ে গিয়েছে। চার ম্যাচের সিরিজে নাগপুর এবং দিল্লি টেস্টে জিতে ভারতীয় দল আপাতত ২-০ তে এগিয়ে রয়েছে। পাশাপাশি এই ট্রফিও তারা ধরে রাখতে সমর্থ হয়েছে। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে যতটা না আলোচনা ২২ গজে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে হয়েছে তার থেকে বেশি হয়েছে এই সিরিজের ২২ গজ নিয়ে আলোচনা। বিভিন্ন মহল থেকে নাগপুর এবং দিল্লি পিচের প্রবল সমালোচনার হয়েছে। দুটি টেস্ট তিনদিনে শেষ হয়ে যাওয়ার ফলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন পিচ দুটি আদৌ খেলার যোগ্য ছিল কিনা। পিচের সমালোচকদের এবার যোগ্য জবাব দিলেন ভারতের কিপার ব্যাটার শ্রীকর ভরত। তিনি জানিয়েছেন পিচ একেবারেই খেলার অযোগ্য নয়। এই পিচেও বড় রান করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন… IND vs AUS: নেটে কি নিজের সব রাগ উগরে দিচ্ছেন শুভমন! অনুশীলনে আগুন ঝরাচ্ছেন গিল

কেএস ভরত জানিয়েছেন , ‘দিল্লি টেস্টে আমি যা (ব্যাটিং, কিপিংয়ে) করেছি তাতে আমি খুশি। আমার কাজ ছিল সবকিছু সহজ, সরলভাবে করে যাওয়া। নিজের ডিফেন্সকে ব্যাক করাই ছিল আমার কাজ। আর আমি সেটাই করেছি। এখানকার উইকেট মোটেও খেলার অযোগ্য নয়‌। এখানে নিজেকে সঠিকভাবে সঠিক পদ্ধতি প্রয়োগ করে খেলতে হবে। নিজের ডিফেন্সের উপর ভরসা রাখতে হবে। এখানে সুযোগ রয়েছে ব্যাটারদের বড় রান করার।’

তিনি আরও জানান, ‘রোহিত ভাই (শর্মা) আমাকে বলেছিল দিল্লি টেস্টে আমাদের দ্বিতীয় ইনিংসে আমি ছয় নম্বরে ব্যাট করব। যে মুহূর্তে অস্ট্রেলিয়া অল আউট হয়ে গেল আমি তখন ব্যাট করার জন্য প্রস্তুত হয়ে যাই। দলের হয়ে যোগদান করতে আমি মুখিয়ে ছিলাম। তাগিদ নিয়ে আমার কোনও দিন সমস্যা ছিল না। এই উইকেটে শট নির্বাচন গুরুত্বপূর্ণ। এখানে রান আসবে যদি সঠিক শট নির্বাচন করতে পারি। এই উইকেটে শুধুমাত্র ডিফেন্স করে উইকেট বাঁচানো অসম্ভব। রান করার সুযোগ খুঁজে নিতে হবে। আর আমি সেটাই করার চেষ্টা করেছি।’

আরও পড়ুন… চিন্নাস্বামীতেই WPL-র প্রস্তুতিতে RCB, দলের সঙ্গে যোগ দিলেন নিকার্ক, এরিন বার্নস

ভারতীয় স্পিনারদের বিপরীতে কিপিং করা নিয়ে ভরত জানিয়েছেন, ‘নিঃসন্দেহে কঠিন বিষয়। ওঁরা বিশ্বমানের স্পিনার। ওদের বিরুদ্ধে কিপিং করাটা খুব কঠিন। আমি প্রায় ১০-১২ বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলছি। সেই খেলার অভিজ্ঞতা এখানে আমার কাজে এসেছে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন
Live Score