বাংলা নিউজ > ময়দান > PCB ইচ্ছা করে ভালো ক্রিকেটারদের দলে নেয় না, তাই পাকিস্তান স্কুল পর্যায়ের ক্রিকেট খেলে, বিস্ফোরক অভিযোগ আখতারের

PCB ইচ্ছা করে ভালো ক্রিকেটারদের দলে নেয় না, তাই পাকিস্তান স্কুল পর্যায়ের ক্রিকেট খেলে, বিস্ফোরক অভিযোগ আখতারের

পাক ক্রিকেটাররা। ছবি- গেটি ইমেজেস।

গড়পড়তা দল নির্বাচন করলে গড়পড়তা ফল মিলবে, সাফ কথা প্রাক্তন পেসারের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আত্মসমর্পণ করার পর চাঁচাছোলা ভাষায় পাকিস্তান দলের সমালোচনা করলেন শোয়েব আখতার। প্রাক্তন পেসার তাঁর ক্ষোভ উগরে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপরেও।

শোয়েবের বিস্ফোরক অভিযোগ, পাকিস্তান ক্রিকেট বোর্ড ইচ্ছা করে গড়পড়তা ক্রিকেটার নির্বাচন করে। সেকারণেই দল ভালো ক্রিকেট খেলতে ব্যর্থ হয়। প্রাক্তন পেসারের দাবি, পাকিস্তান যতবার টেস্ট খেলতে নামবে, তাদের করুণ দশা তত প্রকট হয়ে উঠবে। তিনি আরও বলেন যে, পাকিস্তান কার্যত স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাকিস্তান এক ইনিংস ও ১৭৬ রানে পরাজিত হয়। পাকিস্তানের ২৯৭ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ৬৫৯ রান তুলে ডিক্লেয়ার করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮৬ রানে অল-আউট হয়ে যায়।

এর পরেই সোশ্যাল মিডিয়ায় আখতার এক ভিডিও বার্তায় বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভুল, তাদের নীতি, তাদের রাজনীতির জন্য এমন ছবি দেখতে হচ্ছে। গড়পড়তা ক্রিকেটার নির্বাচন করবে, গড়পড়তা ক্রিকেটার খেলাবে, গড়পড়তা দল তৈরি করবে, গড়পড়তা কাজকর্ম করলে গড়পড়তা ফলও মিলবে। পাকিস্তান যখনই টেস্ট ম্যাচ খেববে, ওদের দুর্দশা তত প্রকট হবে। ওরা স্কুল পর্যায়ের ক্রিকট খেলছে। ওদের স্কুল পর্যায়ের ক্রিকেটার বানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। তোমরা ভাবছ ম্যানেজমেন্ট পালটে দেবে। পালটে দিলেও তোমরা কবে পালটাবে?’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন