ভালো খেলার জন্য ক্রিকেটারদের পুরস্কৃত হওয়ার ঘটনা অতি স্বাভাবিক। তবে এবার ক্রিকেটের মাঠে দেখা যাবে নতুন ছবি। শুধু খেলোয়াড়রা নন, এবার মাঠে খেলা দেখতে যাওয়া দর্শকরাও মোটা অঙ্কের অর্থিক পুরস্কার জিতে বাড়ি ফিরতে পারবেন। এমনই অভিনব উদ্যোগ নিল নতুন আঙ্গিকের টি-১০ টুর্নামেন্ট দ্য সিক্সটির আয়োজকরা।
আগামী ২৪-২৮ অগস্ট সেন্ট কিটসে বসছে দ্য সিক্সটির উদ্বোধনী আসর। সেই টুর্নামেন্টেই গ্যালারিতে দর্শক টানার জন্য দুর্দান্ত পদক্ষেপ নিল আয়োজকরা। টুর্নামেন্টের টাইটেল স্পনসররাই এমন এমন উদ্যোগের পিছনে রয়েছে। যে সব দর্শকরা ম্যাচ চলাকালীন নিজেদের আচরণে ক্যামেরার ফোকাস টেনে নিতে পারবেন, পুরস্কৃত করা হবে তাঁদেরই।
প্রতি ম্যাচে একজন করে দর্শককে ৫০০ মার্কিন ডলার করে এই পুরস্কার দেওয়া হবে। প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। অর্থাৎ, দিনপিছু ২০০০ মার্কিন ডলার পুরস্কার পাবেন সমর্থকরা। ৫ দিনের টুর্নামেন্টে এই বাবদ খরচ করে হবে ১০ হাজার মার্কিন ডলার।
আরও পড়ুন:- The Hundred: দেশের হয়ে নজর কাড়তে পারেননি, দ্য হান্ড্রেডে ফিরেই চমকে দিলেন রশিদ খান
নতুন এই টুর্নামেন্টের অদ্ভুত পাঁচটি নিয়ম:-
১. দশটি নয়, প্রতিটি ব্যাটিং দলের হাতে থাকবে ৬টি করে উইকেট।
২. ব্যাটিং দল প্রথম ২ ওভারের পাওয়ার প্লে-তে ২টি ছক্কা মারতে পারলে তৃতীয় একটি ওভার পাওয়ার প্লে হিসেবে পেয়ে যাবে। বিষয়টি কিছুটা কম্পিউটার গেমের মতো। লেভেল পেরোতে পারলেই যেমন আনলক করা যায় লাইফ-লাইন, এক্ষেত্রেও তেমন আনলক করা যাবে পাওয়ার প্লে। নতুবা ২ ওভারের বেশি পাওয়ার প্লে পাওয়া যাবে না। অতিরিক্ত ১ ওভারের পাওয়ার প্লে ৩ থেকে ৯ ওভারের মধ্যে যে কোনও সময়ে নেওয়া যাবে।
৩. পিচের এক প্রান্ত থেকে টানা ৫ ওভার বল করতে হবে। তার পরে অপর প্রান্ত থেকে শেষ ৫ ওভার বল করা যাবে। প্রতি ওভারে প্রান্ত বদল করতে হবে না।
৪. যদি কোনও দল ৪৫ মিনিটের মধ্যে ১০ ওভার পূর্ণ করতে না পারে, তবে শেষ ৬টি বলে ১ জন ফিল্ডারকে মাঠের বাইরে রাখতে হবে। সুতরাং মাঠে থাকবে ফিল্ডিং দলের ১০ জন।
৫. অ্যাপ বা ওয়েবসাইট থেকে অনুরাগীরা একটি ‘মিস্ট্রি ফ্রি-হিট'এর জন্য ভোট দিতে পারবেন। সেই বলে বোলার উইকেট নিতে পারবেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।