বাংলা নিউজ > ময়দান > কোচ পাওয়ারের সঙ্গে অতীত সংঘর্ষের বিতর্কে ইতি টানতে চান মিতালি

কোচ পাওয়ারের সঙ্গে অতীত সংঘর্ষের বিতর্কে ইতি টানতে চান মিতালি

ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ রমেশ পাওয়ার ও অধিনায়ক মিতালি রাজ (ছবি: গুগল)

সব বিতর্কের অবসান চান ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। রমেশ পাওয়ার ও তাঁর বিতর্কের ইতি টানতে চাইছেন মিতালি। ২০১৮ সালের ঘটনা আর মনে রাখতে চাননা তাঁরা।

আর কয়েকঘন্টা তারপরেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে ভারতের মহিলা ক্রিকেট দল। সামনে তাদের কঠিন পরীক্ষা। তার আগে তাই সব বিতর্কের অবসান চান ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। রমেশ পাওয়ার ও তাঁর বিতর্কের ইতি টানতে চাইছেন মিতালি। অন্যদিকে একই মত ভারতের মহিলা দলের হেড স্যার রমেশ পাওয়ারের। তিনিও জানিয়ে দিলেন ২০১৮ সালের ঘটনা আর মনে রাখতে চাননা তাঁরা। তিন বছর গড়িয়েছে, অনেক দিন হয়েছে এবার বিতর্কের অবসান হওয়া উচিত। বিশ্ব ক্রিকেটে ভারতীয় মহিলা ক্রিকেটকে এক অন্যমাত্রায় পৌঁছে দিতে চান তিনি। তাই সামনের দিকে এগিয়ে যাওয়ার মন্ত্র দিলেন পাওয়ার। 

রমেশ পাওয়া জানান, ‘যে জল্পনা চলছে আমি তা বন্ধ করতে চাই। আমরা (আমি এবং মিতালি রাজ) ভাল মতের বিনিময় করেছি। অন্যথায়, আমি মহিলাদের ক্রিকেটে আসতাম না, এবং আমরা সকলেই বড় হতে চাই। তিন বছর পরে আমাদের সকলের একটাই লক্ষ্য হ'ল মহিলাদের ক্রিকেটকে আরও ভাল করা। এটা আমার, মিতালি এবং পুরো দলের কাছে একটা ভাল সুযোগ, আমরা ভারতের মহিলা ক্রিকেটকে অন্য স্তরে নিয়ে যেতে পারি, যেখানে বিসিসিআই আমাদের সমর্থন করছে। আমি মনে করি না যে আমরা এই ছোট খাটো জিনিস গুলো ভেবে পুরানো দিনে ফিরে যাব; আমরা এগিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট পেশাদার এবং প্রত্যেকেরই এগিয়ে যাওয়া উচিত। আমি এনসিএর সঙ্গে যুক্ত ছিলাম; আমি রাহুল দ্রাবিড়ের সঙ্গে ছিলাম; সুতরাং আপনারা জানবেন যে সিরিজে রাহুলের প্রভাব দেখা যাবে।’

এই প্রসঙ্গে মিতালি রাজ জানান, ‘এই বিষয়টি থেকে কি আমরা এগিয়ে যেতে পারিনা? তিন বছর হয়ে গেছে এই ঘটনা ঘটেছিল। আমরা এখন ২০২১ সালে দাঁড়িয়ে রয়েছি, এবং আমাদের আসন্ন সিরিজ গুলোর কথা ভেবে সামনের দিকে এগিয়ে চলা উচিত। বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা করা, আমাদের অতীতের এই ঘটনা থেকে বেরিয়ে আসা প্রয়োজন।’

বন্ধ করুন