২০২২ এশিয়া কাপের অভিযান দারুণ ভাবে শুরু করেছে টিম ইন্ডিয়া। এই দুরন্ত শুরুর পিচনে ছিলেন হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরমেন্স। ২৫ রানে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ১৭ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। শেষ ওভারে তাঁর ছক্কায় ২০২২ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ভারত। এরপরেই হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব। হার্দিকের প্রশংসা করতে পিছিয়ে নেই পাকিস্তানও। পাকিস্তানের প্রাক্তন তারকা ওয়াসিম আক্রম হার্দিকের প্রশংসা করেছেন।
তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে অন্য একটি বিষয়। যেখানে হার্দিককে নমস্কার করেছেন ওয়াসিম আক্রম। তবে শুৎু আক্রম নয়, ইরফান পাঠান ও সঞ্চালিকা মায়ান্তিও হার্দিককে মাঠের মধ্যে কুর্নিশ জানিয়েছেন। এই ভিডিয়োটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দারুণ ভাবে ভাইরাল হচ্ছে। আসলে ঘটনার সুত্রপাত হয়েছে এদিনের ম্যাচের পরে। যখন ম্যাচের পরে মাঠে মায়ান্তি ল্যাঙ্গার নিজের শো চালিয়ে যাচ্ছিলেন।
আরও পড়ুন… বড় পর্দায় অভিষেক হচ্ছে BCCI প্রেসিডেন্টের? একটি পোস্টার ঘিরে আলোড়ন
এদিনের অন্যতম মজার ঘটনাটি সম্পর্কে কেউ কখনও ভাবেননি। যখন নিজের শো শেষ করার জন্য মায়ান্তি ল্যাঙ্গার দুই প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠান এবং ওয়াসিম আক্রমকে ধন্যবাদ জানাচ্ছিলেন, তখন দুই প্রাক্তন ক্রিকেটার হঠাৎ ক্যামেরার বাম দিকে তাকিয়ে হাততালি দিতে শুরু করলেন। তাকে দেখে দর্শকরাও বিস্মিত হয়ে যান। সকলেই ভাবতে থাকেন আসলে কী ঘটল। এরপরে মায়ান্তি ল্যাঙ্গার এই সাসপেন্স ভেঙ্গে বলেছিলেন যে হার্দিক পান্ডিয়া, যে প্লেয়ার এই গেমটি বদলে দিয়েছে, সে সবে মাত্র আমাদের পাস দিয়ে গিয়েছেন। হার্দিক আপনাকে আন্তরিক অভিনন্দন। এরপরেই সকলে বুঝতে পারেন যে ইরফান ও ওয়াসিম হাত জোড় করে যাকে অভিনন্দন জানাচ্ছিলেন তিনি হলেন হার্দিক পান্ডিয়া।
স্টার স্পোর্টসে ইরফান পাঠান বলেছিলেন,‘যখন থেকে সে চোট থেকে ফিরে এসেছে আসলে আমরা আইপিএলের পর থেকেই দেখেছি হার্দিক দারুণ ফর্মে রয়েছেন। বর্তমানে সে ভারতীয় ক্রিকেটের সম্পদ। শুরুতে সে তার সময় নিয়েছিল। প্রথম দুটি ডেলিভারি সে লেগ সাইডে খেলেছে, যেটা খুব কাছাকাছি হতে পারত।’
আরও পড়ুন… বিরাটের জন্য চলছে বিশেষ মানসিক ক্লাস, কোহলির জন্যেই কি প্যাডিকে ফিরিয়েছেন রোহিত?
তিনি আরও বলেন,‘কিন্তু সে এত ভালো ফর্মে আছে যে সে যে কোনো বোলারকে আঘাত করতে পারে। তার সেই ধরনের হিট পাওয়ার আছে,এবং সে চোট থেকে ফিরে আসার পর থেকে দারুণ আত্মবিশ্বাস পেয়েছে। তাঁর বোলিং বেড়েছে,তাঁর ফিটনেস সত্যিই তার জন্য কাজ করেছে। আপনি একজন অলরাউন্ডারের কাছ থেকে এটাই দেখতে চান।’ ওয়াসিম আক্রম বলেন,‘টি-টোয়েন্টিতে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় খেলোয়াড় মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া। মহেন্দ্র সিং ধোনির মতো ব্যাটিংয়ে ফিনিশিং করছেন তিনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।