বাংলা নিউজ > ময়দান > যেভাবে অনুষ্কাকে ক্রেডিট দেন কোহলি, সেটা অজি ক্রিকেটারদের শেখা উচিত বলে মনে করেন পন্টিং

যেভাবে অনুষ্কাকে ক্রেডিট দেন কোহলি, সেটা অজি ক্রিকেটারদের শেখা উচিত বলে মনে করেন পন্টিং

বিরাট কোহলি (ছবি-এএনআই)

পন্টিং বলেন, ‘ওকে(বিরাটকে) রানে ফিরতে দেখে আমি খুব খুশি। সত্যি বলছি ওর রানে ফিরে আসা, ওর মুখে হাসি ফোটা বিষয়টা আমার দারুণ লাগছে।’ তিনি আরও বলেন, ‘ওর জীবনে শেষ কয়েক বছরে ওর স্ত্রীর প্রভাবকে ও কুর্ণিশ জানিয়েছে। যেটা শুনতে আমার বেশ ভালো লেগেছে।’

শুভব্রত মুখার্জি: শতরান করে আঙ্গুলের বিয়ের আংটিকে চুমু খাওয়ার রীতি বিরাট কোহলির দীর্ঘদিনের। ১০২০ দিন পরে করা ৭১তম আন্তর্জাতিক শতরানের পরেও দেখা গিয়েছিল সেই চেনা পরিচিত দৃশ্য। পাশাপাশি কঠিন সময়ে অনুষ্কাকে পাশে থাকার জন্য তাঁর কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি বিরাট কোহলি। আর সেই প্রসঙ্গ টেনে এনেই বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের বক্তব্য পুরুষদের খেলায় অনেক কথা না বলাই থাকে। এর পাশাপাশি বিরাটের ভূয়সি প্রশংসাও করেছেন তিনি।

আইসিসির দ্য রিভিউ অনুষ্ঠানে বিরাটের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রিকি পন্টিং। পাশাপাশি তিনি ক্রিকেটারদেরও আহ্বান জানিয়েছেন বিরাটের পথে হেঁটেই পর্দার পিছনে থাকা পরিবারের সদস্যদের ভূমিকাকে আরও বেশি করে সামনে নিয়ে আসার। পন্টিং বলেন, ‘ওকে(বিরাটকে) রানে ফিরতে দেখে আমি খুব খুশি। সত্যি বলছি ওর রানে ফিরে আসা, ওর মুখে হাসি ফোটা বিষয়টা আমার দারুণ লাগছে।’

আরও পড়ুন… রেকর্ড জয়ের নেপথ্যে শিশির ফ্যাক্টর, স্বীকার করে নিলেন অজি ক্যাপ্টেন ফিঞ্চ

তিনি আরও যোগ করে বলেন, ‘ও খুব খুশি ছিল। আমি মনে করি ও অনেক বেশি স্বস্তি পেয়েছে। ম্যাচ শেষে ও অনেক বেশি ভালোবেসে ওর স্ত্রীর সম্বন্ধে কথাগুলো বলেছে। ওর জীবনে শেষ কয়েক বছরে ওর স্ত্রীর প্রভাবকে ও কুর্ণিশ জানিয়েছে। যেটা শুনতে আমার বেশ ভালো লেগেছে। এই কথাগুলো না বলাই থেকে যায়। বিশেষ করে পুরুষদের ক্রীড়াক্ষেত্রে কথাগুলো না বলাই থেকে যায়।’

আরও পড়ুন… Pakistan fans chant Pizza: খিদের চোটে পাকিস্তান ম্যাচে গ্যালারিতে ‘পিৎজা’ রব, নাসিম বল করলেই ‘উর্বশী’ খোঁচা

পন্টিং আরও জানান, ‘তোমার কেরিয়ারে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তোমার পরিবার এবং কাছের মানুষদের ভূমিকা অনেক বেশি থাকে। সেই কারণেই আরও বেশি করে বিরাটের ওই বিষয়টা আমার ভালো লেগেছে। বিরাটকে রানে ফিরে আসতে দেখাটাও অত্যন্ত আনন্দের।’ উল্লেখ্য আফগানিস্তানের বিরুদ্ধে ৭১তম শতরানের পরে বিরাট ব্রডকাস্টারদের জানিয়েছিলেন, ‘আপনারা আমাকে এখানে দেখছেন কারণ একজন (অনুষ্কা) জীবনের সব দিশাগুলোকে সঠিক পথে চালনা করেছে। আর সে হল অনুষ্কা। এই শতরানটা ওর জন্য। এছাড়াও আমাদের ছোট সন্তান ভামিকার জন্য।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন