নিউজিল্যান্ডের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়। ইতিহাস গড়ল টাইগাররা। তবে এ তো শুধু জয় নয়, এ যেন স্বপ্নপূরণ হওয়া। এমন জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা করেছেন কিউই অধিনায়ক টম লাথাম। এদিন লাথাম বলেন, ‘তিনটি দিকে আমরা ব্যর্থত হয়েছি। বাংলাদেশ অবশ্যই আমাদের দেখিয়েছে কীভাবে এই দুর্বলতা কাজে লাগাতে হয়। তারা ভালো পার্টনারশিপ তৈরি করতে সক্ষম হয়েছিল। আমাদের উপর চাপ প্রয়োগ করতে সক্ষম হয়েছিল এবং দুর্ভাগ্য আমরা সেটা করতে পারিনি।’
এই পরাজয়ের আগে ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত ছিল নিউজিল্যান্ড। সর্বশেষ তারা নিজেদের মাটিতে টেস্ট হেরেছিল ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এরপর আর কোনও দলই জয়ের মুখ দেখেনি কিউইদের মাটিতে। টাইগারদের এমন ইতিহাস গড়া কীর্তির নায়ক পেসার এবাদত হোসেন চৌধুরী। ২১ ওভারে ৬ মেডেনে ৪৬ রানের খরচায় ৬ উইকেট নিয়েছেন।
কিউয়ি অধিনায়ক আরও বলেন, ‘এখানে ইনিংসে আমরা যা আশা করেছিলাম তার চেয়ে ধীরগতিতে খেলেছি। আমরা যদি ৪৫০ রান করতে পারতাম, তবে গল্পটা অন্যরকম হতে পরত। তবে আজকের ম্যাচে পুরো কৃতিত্ব বাংলাদেশের, এই ম্যাচে তারা ভালো খেলেই জয় পেয়েছে।’
নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে আউট করার পর জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৪০ রান। ২ উইকেট হারিয়ে তা করে ফেলে টাইগাররা। এদিন লাথাম আরও বলেন, ‘আমাদের প্রত্যেক প্লেয়ারকে এখান থেকে শিক্ষা নিতে হবে এবং পরবর্তী ম্যাচে তাদের শিক্ষার প্রতিফলন দেখাতে হবে। আমাদের এখন হ্যাগলির দিকে নজর দিতে হবে এবং আশা করি আমরা সেখানে একটি ভালো পারফরম্যান্স করতে পারব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।