কুস্তিগীরদের লড়াই-এ এবার মুখ খুলল বিশ্ব কুস্তি সংস্থা। মঙ্গলবার যন্তর মন্তরে বিক্ষোভের সময় ভারতের শীর্ষ কুস্তিগীরদের আটকে দেওয়ার ঘটনাকে নিন্দা করেছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। এরপরে তাদের পক্ষ থেকে ভারতের কুস্তি সংস্থাকে সতর্ক করা হয়েছে। তাদের তরফ থেকে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে ভারতের রেসলিং ফেডারেশন স্থগিত করা হবে। ইউডব্লিউডব্লিউ বলেছে যে এটি ভারতের বিদায়ী রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীরদের প্রতিবাদ দেখছে।
আরও পড়ুন… একটা খেতাব জেতাই কঠিন, পাঁচটা তো অবিশ্বাস্য: CSK-র IPL 2023 জয় প্রসঙ্গে গৌতম গম্ভীর
ইউডব্লিউডব্লিউ একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দেখেছি যে ডব্লিউএফআই সভাপতি একেবারে শুরুতেই সরে গিয়েছিলেন এবং তিনি আর রেসলিং বিষয়ক দেখাশোনা করছেন না। বেশ কয়েক মাস ধরে, আমরা ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলাম যেখানে কুস্তিগীররা ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে হয়রানি ও শোষণের অভিযোগ করে বিক্ষোভ প্রদর্শন করছেন।’
আরও পড়ুন… আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নেই অ্যান্ডারসন-রবিনসন, অভিষেক হতে চলেছে পেসার জোশ টাঙ্গের
ইউডব্লিউডব্লিউ আরও বলেছে, ‘গত কয়েক দিনের ঘটনা আরও উদ্বেগজনক কারণ বিক্ষোভের কারণে কুস্তিগীরদের সাময়িকভাবে পুলিশ আটক করেছিল। তাদের বিক্ষোভস্থলও খালি করা হয়েছে। আমরা কুস্তিগীরদের আটকের নিন্দা জানাই। এ ছাড়া তদন্তের ফলাফল এখনও না পাওয়ায় তারা হতাশাও প্রকাশ করেন। বিষয়টির সুষ্ঠু ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।’
আরও পড়ুন… ফরাসি ওপেনের শুরুতেই অঘটন, ১৭২ নম্বরের কাছে হারলেন র্যাঙ্কিং-এর ২ নম্বরে থাকা দানিল মেদভেদেভ
এরপরে বিশ্ব কুস্তিগীর সংস্থার তরফ থেকে বলা হয়েছে, ‘আমরা কুস্তিগীরদের সঙ্গে তাদের অবস্থা এবং নিরাপত্তার বিষয়ে কথা বলব এবং তাদের অভিযোগের একটি ন্যায্য এবং ন্যায্য সমাধানের পক্ষ নিতে বলব।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এটি বলে UWW বলেছে, ‘অবশেষে আমরা IOA এবং অ্যাড-হক কমিটির কাছ থেকে পরবর্তী সাধারণ বডি মিটিং সম্পর্কে তথ্য চাই। নির্বাচনের জন্য দেওয়া ৪৫ দিনের সময়সীমাকে সম্মান করতে হবে। যদি এর মধ্যে নির্বাচন না হয়, তাহলে ডব্লিউএফআই স্থগিত হতে পারে যাতে খেলোয়াড়রা নিরপেক্ষ পতাকার নীচে খেলতে পারেন।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।