বাংলা নিউজ > ময়দান > ‘ওর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে’, কোহলির নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে দাবি পাক প্রাক্তনীর

‘ওর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে’, কোহলির নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে দাবি পাক প্রাক্তনীর

বিরাট কোহলি এবং শোয়েব আখতার।

কোহলির নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে শোয়েব আখতারের দাবি, ‘দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জেতাতে না পারলে বিরাটের নেতৃত্ব যেতেই। ওঁর বিরুদ্ধে অনেকগুলো লবি কাজ করছে। সম্ভবত সেটা বুঝেই বাধ্য হয়ে ও সরে গিয়েছে।’

বিরাট কোহলি টেস্ট দলেরও নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর একেবারে তোলপাড় হচ্ছে ভারতীয় ক্রিকেট। যার আঁচ বিশ্ব ক্রিকেটেও পড়েছে। কেন কোহলি টেস্ট দলেরও নেতৃত্ব ছেড়ে দিলেন, এই নিয়ে চলছে তীব্র জল্পনা। তাঁর এই সিদ্ধান্তে অনেকেই হতবাকও হয়েছেন। পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার আবার মনে করেন, বিরাট কোনও চক্রান্তের শিকার হয়েছেন।

ইন্ডিয়া টু-টে একটি সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘আমার তো মনে হয়, কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়টা অনেক আগে থেকেই শুরু হয়েছে। হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই। হয়তো এমনিতেই দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জেতাতে না পারলে বিরাটের নেতৃত্ব যেতই। ওঁর বিরুদ্ধে অনেকগুলো লবি কাজ করছে। সম্ভবত সেটা বুঝেই বাধ্য হয়ে ও সরে গিয়েছে। বলা যায় ওকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করাই হয়েছিল।’

এখানেই থেমে থাকেননি শোয়েব। তিনি আরও বলেছেন, ‘যারা তারকা হয়, তাদের সমস্যার মুখে পড়তেই হয়। আমার মনে হয় এগুলো ভুলে এগিয়ে যেতে হবে বিরাটকে। ওর পাশে গোটা দেশ রয়েছে। ওকে দেশের সকলে ভালোবাসে। তাই এই পরিস্থিতিতে সব কিছু ভুলে আরও শক্তিশালী হয়ে ওকে ফিরে আসতে হবে। মাঠে নেমে আগের মতো পারফরম্যান্স করতে হবে।’ 

গত বছর ১৬ সেপ্টেম্বর হঠাৎ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এর পর তাঁকে ওডিআই-এর নেতৃত্ব থেকেও সরিয়ে দিয়েছিল বিসিসিআই। সংক্ষিপ্ত ওভারে আলাদা অধিনায়ক না রেখে, একই অধিনায়ক রাখার যুক্তি দিয়েছিল বোর্ড। দুই ফর্ম্যাটের দায়িত্বই তুলে দেওয়া হয়েছিল রোহিত শর্মার হাতে। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারার ২৪ ঘণ্টার মধ্যেই নিজে থেকে টেস্ট দলের নেতৃত্বও ছেড়ে দেন কোহলি।

বন্ধ করুন