বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাঁচ দিনই নাকি বৃষ্টি হবে। ১৮-২২ জুন একটি আবহাওয়ার রিপোর্ট টুইটারে পোস্ট করেছেন প্রাক্তন ব্রিটিশ তারকা ক্রিকেটার মন্টি পানেসর। সেখানেই দেখা গিয়েছে ফাইনালের পাঁচ দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মন্টি পানেসরের রিপোর্ট অনুযায়ী, ফাইনালের প্রথম দিন অর্থাৎ ১৮ জুন সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন তুলনামূলক কম হলেও রিপোর্ট বলছে, ভালই বৃষ্টি হবে। তবে শেষদিন সবচেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিতে খেলা যদি কোনও ভাবে ভেস্তে যায়, সে ক্ষেত্রে কিন্তু দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করবে আইসিসি।
আর যদি খেলা হয়, সে ক্ষেত্রে কিছুটা হলেও বিরাট কোহলির ভারতের থেকে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখছেন মন্টি পানেসর। তার কারণ ব্যাখ্যা করতে দিয়ে পানেসর বলেছেন, ‘আমার মনে হয় কিছুটা হলেও নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে। তার কারণ ওদের অনেক বেশি বৈচিত্র্য রয়েছে। ওদের লেফট আর্মার রয়েছে, রাইট আর্মার রয়েছে, লম্বা বোলার (কাইল) জেমিসন রয়েছে। আর এই সব ধরনের বোলারদের সঙ্গে মানিয়ে নেওয়াটা কিন্তু ব্যাটসম্যানদের পক্ষে বেশ কঠিন বিষয়।’
এরই সঙ্গে তিনি যোগ করেছেন, ‘নিউজিল্যান্ড আশা করছে, ভারতীয়রা নিশ্চয়ই লেফট আর্মার, রাইট আর্মারদের কথা মাথায় রাখছে। তার সঙ্গে বল যে সুইং করবে, সেই সব পরিস্থিতির জন্য নিজেদের তৈরি করছে। তবে ভারতীয়দের জন্য কিন্তু এটা কঠিন পরীক্ষা হতে চলেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।