বাংলা নিউজ > ময়দান > 'ঝুঁকির হয়ে যাবে', ভারত সফরে আসার সম্ভাবনা কার্যত নেই, জানালেন ম্যাক্সওয়েল

'ঝুঁকির হয়ে যাবে', ভারত সফরে আসার সম্ভাবনা কার্যত নেই, জানালেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল (AP)

ক্রিকেট অস্ট্রেলিয়ার 'আনপ্লেয়েবেল পডকাস্টে' গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন ‘একটা নির্দিষ্ট সময় রয়েছে, তারপর ওরা ভারত সফরের দল ঘোষণা করবে। প্রবল সম্ভাবনা রয়েছে আমি সফরটা মিস করে যেতে পারি।’

শুভব্রত মুখার্জি: বর্তমান অস্ট্রেলিয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। মারকুটে স্বভাবের ব্যাটার অজি এই অলরাউন্ডার সম্প্রতি এক দুর্ঘটনার শিকার হন। সেই দুর্ঘটনাতে ভেঙে যায় তাঁর পা। আকস্মিক ঘটে যাওয়া এই ঘটনার ফলে হয়ত আসন্ন ভারত সফরে আসা হবে না তাঁর। ভারত সফরের আগে তিনি হয়ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন না। এমন আশঙ্কার কথা জানিয়েছেন স্বয়ং গ্লেন ম্যাক্সওয়েল।

প্রসঙ্গত এক জন্মদিনের পার্টিতে বন্ধুদের সঙ্গে মজা করতে গিয়ে পা ভেঙে বসেন ম্যাক্সওয়েল। তিনি জানিয়েছেন প্রবল সম্ভাবনা রয়েছে তাঁর ভারত সফর মিস করে যাওয়ার। উল্লেখ্য ২০২৩ সালে ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া। তাঁর ফিবুলা হাড়টিতে চিড় ধরে যায়। অপারেশন করতে হয়েছে তাঁর। আপাতত তিনি সুস্থ রয়েছেন। সেই সার্জারির পরে সেরে ওঠার চেষ্টা করছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার 'আনপ্লেয়েবেল পডকাস্টে' গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন 'একটা নির্দিষ্ট সময় রয়েছে, তারপর ওরা ভারত সফরের দল ঘোষণা করবে। প্রবল সম্ভাবনা রয়েছে আমি সফরটা মিস করে যেতে পারি। আমাকে ওরা অবশ্যই ক্রিকেট খেলতে দেখতে চাইবে। তবে তাড়াহুড়ো করে আমাকে এখান খেলানো হলে সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে। ওরা (অস্ট্রেলিয়া দল) যদি আমাকে সফরে নিয়ে যায় তাহলে খুব ঝুঁকির বিষয় হবে সেটি।'

তাঁর দুর্ঘটনার বিষয়টি নিয়ে মুখ খুলে গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন 'আমার এক বন্ধু যে আমার স্কুলশিক্ষকও ছিল‌ বটে, একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি করছিলাম। আমি ওকে তাড়া করার ভাব করি। মনে হয় দুজনেই তিন কিংবা চারটে স্টেপ নিয়েছিলাম। দুজনেই আমরা স্লিপ করে যাই। আমার পা আটকে যায়। ও দুর্ভাগ্যজনকভাবে আমার পায়ের উপরেই পড়ে যায়। ফলে আমার পা ভেঙে যায়।'

বন্ধ করুন