পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হওয়ার কয়েক দিন পরে প্রথমবার ভক্তদের সামনে এলেন রামিজ রাজা। সোমবার এক ঘণ্টার অনলাইন অধিবেশনে সমর্থকদের সম্বোধন করেছিলেন তিনি। যেখানে তিনি নতুন প্রশাসনের অত্যন্ত সমালোচনা করেছিলেন। তিনি শুধু নতুন পিসিবি প্রধান নাজাম শেঠির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যই করেননি, তাঁর পদত্যাগের ঘোষণার পরের দিন সকালে তিনি যে খারাপ আচরণের মুখোমুখি হয়েছেন সে সম্পর্কে রামিজ রাজা সকলের সামনে সেই ঘটনাও তুলে ধরেছিলেন।
নিজের ইউটিউব চ্যানেলে উপলব্ধ একটি ভিডিয়োতে রামিজ রাজা বলেছেন, ‘তারা ক্রিকেট বোর্ডে এসে একেবারে হামলা চালিয়েছিলেন যার ফলে আমি আমার জিনিসপত্রও নিতে পারিনি। সকাল ৯ টা নাগাদ ১৭ জন বোর্ডের অফিসে এমন ভাবে ঘুরছিলেন যেন এটা কোনও এফআইএ একটা ছাপা চলছিল।’
আরও পড়ুন… PAK vs NZ: প্রথম ইনিংসে পাকিস্তান তুলল ৪৩৮, জবাব জমাট কিউয়ি ওপেনাররা
রামিজ রাজার বিস্ফোরক মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছেন পিসিবি-র এক কর্তা। যা দেখলে স্পষ্ট হয়ে যায় যে রামিজ রাজা ভুল কিছু বলেননি। কারণ সেই কর্তা রামিজ রাজার উদ্দেশ্যে নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি বার্তা পাঠিয়েছেন, যেখানে পিসিবির চিফ অপারেটিং অফিসার সলমন নাসির মধ্যরাতে পোস্ট করা একটি টুইটে নিশ্চিত করেছেন যে রামিজ রাজার সমস্ত জিনিসপত্র তিনি সংগ্রহ করে রেখেছেন এবং সেই সবকিছু পিসিবি হেফাজতে নিরাপদে রাখা হয়েছে। স্বাভাবিক হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসাবে তার জিনিসপত্র ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন… ৩৭ বছরের কার্তিক খেললে তিনি কেন নয়? অস্ট্রেলিয়া টেস্টে উনাদকাটকে চান প্রাক্তনী
২০২১ সালের সেপ্টেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান কর্তৃক নিযুক্ত হওয়ার পর রাজা ১৫ মাস পিসিবি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি সমাপ্ত টেস্ট সিরিজে পাকিস্তানের শোচনীয় হারের পরে দেশের সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল যে রামিজ রাজাকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে স্বাগতিকরা হেরেছে ০-৩ ব্যবধানে।
তার সংক্ষিপ্ত সময়ে, পাকিস্তান সাদা বলের ক্রিকেটে ব্যাপক উন্নতি করেছে, আগের দুই সংস্করণে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে পৌঁছেছে। তারা এশিয়া কাপের ফাইনালেও পৌঁছেছিল, যেখানে তারা সুপার চার পর্বে ভারতকে হারিয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।