নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রস টেলর সাফ বলে দিয়েছেন, ভারতের সেই দুই তরুণ তারকা ক্রিকেটারের নাম, যাঁরা আগামী দিনে বিশ্ব ক্রিকেটকে শাসন করবেন। রস টেলরের মতে, দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত এবং তরুণ তুর্কি শ্রেয়স আইয়ার আগামী পাঁচ-ছয় বছর পুরো বিশ্ব শাসন করবেন।
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার দু'জনেই এই মুহূর্তে ভারতের সেরা তরুণ ব্যাটার। পন্ত টেস্ট ক্রিকেটে বেশ কিছু অসাধারণ ইনিংস খেলেছেন এবং দলের হয়ে ম্যাচ জিতিয়েছেন। একই সঙ্গে শ্রেয়স আইয়ার টি-টোয়েন্টি এবং ওয়ানডে-তে দুরন্ত সব ইনিংস খেলেছেন।
হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথোপকথনে রস টেলর বলেছেন, ‘আমি মনে করি না, ঋষভ পন্তকে আর তরুণ বলা যায়। দীর্ঘ দিন ধরে খেলছে ও। শ্রেয়স আইয়ারকে সম্ভবত প্রথম বার দেখেছি ২০১৬-'১৭-তে। আমরা মুম্বইয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম এবং আইয়ার আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করেছিল।’
তিনি এর সঙ্গেই যোগ করেছেন, ‘এমনিতে ভারতীয় ব্যাটাররা স্পিনটা বেশ ভালোই খেলে। তবে ও (শ্রেয়স আইয়ার) যে ভাবে আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেট খেলছে, তা খুবই ভালো। লাল বলের ক্রিকেটে ওর ব্যাটিং নিয়ে প্রশ্ন ছিল কিন্তু সেই ফরম্যাটেও ও নিজেকে প্রমাণ করেছে। এছাড়াও ও এখন কেকেআর-এর অধিনায়ক হয়েছে এবং এই অতিরিক্ত দায়িত্ব ওর জন্য খুব ভাল হবে। তা ছাড়া ব্রেন্ডন ম্যাকালাম এবং অন্যান্য অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে ও অনেক কিছু শেখার সুযোগ পাবে।’
রস টেলর আরও বলেছেন, ‘কাইল জেমিসন নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যত। তবে, আমরা যদি শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্তের কথা বলি, আগামী ৫-৬ বছর, ওরা শুধু ভারতীয় ক্রিকেটের নয়, বিশ্বের সুপারস্টার হতে চলেছে। বিশ্ব ক্রিকেট ওরাই শাসন করবে।’