বাংলা নিউজ > ময়দান > ‘বিশ্ব ক্রিকেট শাসন করবে ওরা’, ভারতের দুই তরুণকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী রস টেলরের

‘বিশ্ব ক্রিকেট শাসন করবে ওরা’, ভারতের দুই তরুণকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী রস টেলরের

পন্ত এবং শ্রেয়সকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী রস টেলরের।

ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার দু'জনেই এই মুহূর্তে ভারতের সেরা তরুণ ব্যাটার। পন্ত টেস্ট ক্রিকেটে বেশ কিছু অসাধারণ ইনিংস খেলেছেন এবং দলের হয়ে ম্যাচ জিতিয়েছেন। একই সঙ্গে শ্রেয়স আইয়ার টি-টোয়েন্টি এবং ওয়ানডে-তে দুরন্ত সব ইনিংস খেলেছেন।

নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রস টেলর সাফ বলে দিয়েছেন, ভারতের সেই দুই তরুণ তারকা ক্রিকেটারের নাম, যাঁরা আগামী দিনে বিশ্ব ক্রিকেটকে শাসন করবেন। রস টেলরের মতে, দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত এবং তরুণ তুর্কি শ্রেয়স আইয়ার আগামী পাঁচ-ছয় বছর পুরো বিশ্ব শাসন করবেন।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার দু'জনেই এই মুহূর্তে ভারতের সেরা তরুণ ব্যাটার। পন্ত টেস্ট ক্রিকেটে বেশ কিছু অসাধারণ ইনিংস খেলেছেন এবং দলের হয়ে ম্যাচ জিতিয়েছেন। একই সঙ্গে শ্রেয়স আইয়ার টি-টোয়েন্টি এবং ওয়ানডে-তে দুরন্ত সব ইনিংস খেলেছেন।

হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথোপকথনে রস টেলর বলেছেন, ‘আমি মনে করি না, ঋষভ পন্তকে আর তরুণ বলা যায়। দীর্ঘ দিন ধরে খেলছে ও। শ্রেয়স আইয়ারকে সম্ভবত প্রথম বার দেখেছি ২০১৬-'১৭-তে। আমরা মুম্বইয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম এবং আইয়ার আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করেছিল।’

তিনি এর সঙ্গেই যোগ করেছেন, ‘এমনিতে ভারতীয় ব্যাটাররা স্পিনটা বেশ ভালোই খেলে। তবে ও (শ্রেয়স আইয়ার) যে ভাবে আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেট খেলছে, তা খুবই ভালো। লাল বলের ক্রিকেটে ওর ব্যাটিং নিয়ে প্রশ্ন ছিল কিন্তু সেই ফরম্যাটেও ও নিজেকে প্রমাণ করেছে। এছাড়াও ও এখন কেকেআর-এর অধিনায়ক হয়েছে এবং এই অতিরিক্ত দায়িত্ব ওর জন্য খুব ভাল হবে। তা ছাড়া ব্রেন্ডন ম্যাকালাম এবং অন্যান্য অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে ও অনেক কিছু শেখার সুযোগ পাবে।’

রস টেলর আরও বলেছেন, ‘কাইল জেমিসন নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যত। তবে, আমরা যদি শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্তের কথা বলি, আগামী ৫-৬ বছর, ওরা শুধু ভারতীয় ক্রিকেটের নয়, বিশ্বের সুপারস্টার হতে চলেছে। বিশ্ব ক্রিকেট ওরাই শাসন করবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.