বাংলা নিউজ > ময়দান > এই পরাজয় হজম করা খুব কঠিন- নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরে হতাশ তেম্বা বাভুমা

এই পরাজয় হজম করা খুব কঠিন- নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরে হতাশ তেম্বা বাভুমা

হতাশ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা (ছবি-এএফপি)

এদিনের ম্যাচের পরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা বলেছেন, ‘এটা খুবই হতাশাজনক পরাজয়। এই ম্যাচের আগে আমরা সত্যিই খুব ভালো খেলেছিলাম। এই ম্যাচে নামার আগে আমরা ভেবেছিলাম যে এটা আমাদের একটি জেতা ম্যাচ। কিন্তু আমরা সত্যি আবার হোঁচট খেয়েছি।’

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড় আপসেট করে দিয়েছে নেদারল্যান্ডস। এর পর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে বাবর আজমরা জিততেই তেম্বা বাভুমারদের স্বপ্ন ভেঙে যায়। কারণ দক্ষিণ আফ্রিকার পয়েন্ট মাত্র ৫ ছিল এবং বাংলাদেশকে হারাতেই ৬ পয়েন্ট পৌঁছে যায় পাকিস্তান। ফলে সুপার টুয়েলভের গ্রুপ টু থেকে ভারতের সঙ্গে সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। এখন দেখার সেমিফাইনালে কারা কাদের মুখোমুখি হয়। তার জন্য অবশ্য ভারতের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। তবে এদিনের দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচের পরে নিজের দলের পারফরমেন্স নিয়ে মুখ খুললেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।

আরও পড়ুন… অবশেষে কার্তিককে ছেঁটে ফেলল ভারত, একাদশে ঋষভ পন্ত

এদিনের ম্যাচের পরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা বলেছেন, ‘এটা খুবই হতাশাজনক পরাজয়। এই ম্যাচের আগে আমরা সত্যিই খুব ভালো খেলেছিলাম। এই ম্যাচে নামার আগে আমরা ভেবেছিলাম যে এটা আমাদের একটি জেতা ম্যাচ। কিন্তু আমরা সত্যি আবার হোঁচট খেয়েছি।’ বাভুমা আরও বলেন, ‘এই পরাজয় হজম করা খুব কঠিন। সেমিফাইনালে ওঠার জন্য আমরা নিজেদেরে ইউনিটের উপর বিশ্বাস রেখেছিলাম। দুর্ভাগ্যবশত আমরা এটা করতে পারিনি। গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি।’

আরও পড়ুন… কাটা ঘায়ে নুনের ছিটে, নেদারল্যান্ডসের কাছে হারতেই দক্ষিণ আফ্রিকাকে ট্রোল করলেন সচিন তেন্ডুলকর

ম্যাচের কথা বললে, প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ১৫৮রান করে, জবাবে দক্ষিণ আফ্রিকা ১৪৫ রানেই গুটিয়ে যায়। দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরার কওনো সুযোগ দেননি নেদারল্যান্ডসের বোলাররা। এই হারের পরই সামনে এসেছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার বক্তব্য।

এদিনের হারের পরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা আরও বলেন, ‘’আপনি যখন এভাবে হেরে যান তখন আপনি পরাজয়ের জন্য বহু কারণ খুঁজে পান। হারের অনেক কারণ বেছে নেওয়া যেতে পারে। আমরা টস জিতে প্রথমে বোলিং করেছিলাম। তাদের শুরুতে ১৫৮ রান করতে দেওয়াটা ঠিক ছিল না। ব্যাট হাতে আমরা পাকিস্তানের খেলার মতোই আটকে গিয়েছিলাম। গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি। উইকেট সম্ভবত একটু কঠিন ছিল, কিন্তু তারা মাঠের মাত্রা আমাদের চেয়ে ভালো ব্যবহার করেছে। এটা বেশ খারাপ ক্ষতি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন